img

Follow us on

Saturday, Jan 18, 2025

T-20 World Cup: দক্ষিণ আফ্রিকার হার বদলে দিল সমীকরণ! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

আজকের দক্ষিণ আফ্রিকার পরাজয়ে আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠল।

img

T-20 World Cup

  2022-11-06 19:37:46

মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ফের অপ্রত্যাশিত হার। নেদারল্যান্ডসের কাছে সুপার ১২-এর শেষ ম্যাচ হেরে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এর ফলে সেমি-ফাইনালে উঠে এল ভারত। ডাচদের হারালেই শেষ চার নিশ্চিত হত টেম্বা বাভুমার দলের। ফলে প্রোটিয়াদের অপ্রত্যাশিত পরাজয়ে আজ জিম্বাবোয়ে ম্যাচ খেলতে নামার আগেই ভারত চলে গেল সেমি-ফাইনালে। এরপর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কে জিতে সেমিফাইনালে পৌঁছয় , সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

আজকের দক্ষিণ আফ্রিকার নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই পরাজয়ে আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠল। দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দল যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। ২০২২ টি-২০ বিশ্বকাপে রবিবারের আগে খুব একটা খারাপ পারফরম্যান্স কিন্তু করেনি টেম্বা বাভুমার দল। শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে তাদের হারতে হয়েছিল। কিন্তু, নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়াদের এই পরাজয় বিশ্বকাপের পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল। আজ, রবিবার সকালের রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়ে দেয় টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া ডাচরা (NED vs SA)। নিজেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও নিয়ে গেল তারা।

রবিবার বিশ্বকাপের ( T-20 World Cup)  ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ৪ উইকেটে ১৫৮ রান। ডাচদের প্রথম চার ব্যাটারই ভাল পারফর্ম করেন। তবে অকারম্যানের পারফরমেন্স নজরে আসার মত ছিল। মাত্র ২৬ বলে ৪১ করেন তিনি। তবেএর উত্তর দিতে এসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। চাপের মুখে কোনও প্রোটিয়া ব্যাটারই তেমনভাবে নজর কাড়তে পারেননি। এর ফলে দক্ষিণ আফ্রিকা হারে ১৩ রানে।

আজ যদি দক্ষিণ আফ্রিকা জিতে যেত তবে, সেমিফাইনালে নিশ্চিত চলে যেত। সেক্ষেত্রে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিততে হত। আবার পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশ (Bangladesh) কার্যত ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরে পুরোটাই বদলে দিল প্রোটিয়ারা। এই একই স্টেডিয়ামে আপাতত শুরু হয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। তবে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। 

Tags:

Indian Cricket Team

T-20 World Cup

T-20 World Cup 2022

India Qualify For Semi-finals

Netherland beats South Africa


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর