img

Follow us on

Friday, Nov 22, 2024

India Russia Relationship: পুতিনের উপস্থিতিতে ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠক অজিত ডোভালের

India Russia Relationship: মস্কোতে মধ্য এশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সাড়লেন অজিত ডোভাল।

img

অজিত ডোভাল - ভ্লাদিমির পুতিন

  2023-02-09 17:19:01

মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমা দেশগুলি ক্রমেই 'শত্রুতা' বাড়াচ্ছে রাশিয়ার সঙ্গে। এমনকী রাশিয়ার সঙ্গে বৈঠকও এড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে এবার মস্কোতে পৌঁছলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল। নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশগ্রহণ করলেন তাঁরা। সেই বৈঠকেই ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে করা হয় বিস্তারিত আলোচনা। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যেতে দুই দেশই রাজি হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও এই বৈঠকে আলোচনা করা হয়েছে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে। লস্কর, জইশের মত জঙ্গি সংগঠনকে মোকাবিলা করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে মধ্য এশিয়ার দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন ডোভাল।

পুতিনের সঙ্গে ডোভালের বৈঠক

মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিস থেকে ট্যুইট করে জানানো হয়েছে, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ভারত-রশিয়া কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। বুধবার থেকে দুই দিনের রাশিয়া সফর শুরু করেছেন ডোভাল।”

আরও পড়ুন: কয়লা পাচারের অর্থে ‘প্রপার্টি-ডিল’! ১.৪ কোটি টাকা ছিল ‘পার্ট-পেমেন্ট’! বাকি টাকার খোঁজে ইডি

অজিত ডোভাল এদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। অজিত ডোভাল স্পষ্ট করে দিয়েছেন যে আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়া যাবে না। বৈঠকে ডোভাল বলেছিলেন, কোনও দেশই যাতে সন্ত্রাসবাদকে ব্যবহার করার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার না করে সেদিকে নজর রাখা জরুরি।

ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, অজিত ডোভাল আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করার কথা বলেছেন। এদিকে আফগান নাগরিকদের জন্য ভারত যে সাহায্য পাঠিয়েছে, তারও উল্লেখ করেন অজিত ডোভাল। আফগানিস্তানে ভারতের উপস্থিতি বজায় থাকবে বলে জানিয়ে দেন তিনি। আশ্বাস দেওয়া হয়েছে যে, ভবিষ্যতেও ভারত আফগানিস্তানের মানুষের পাশে থাকবে।

সোমবার নয়া দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেছেন, রাশিয়া ভারতের সঙ্গে তার সম্পর্কে আরও বৈচিত্র আনতে চায়। আর সেই কারণেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের রাশিয়া সফরের মাত্র তিন মাস পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই রাশিয়া সফর।

প্রসঙ্গত, বুধবার অজিত ডোভাল আফগানিস্তান নিরাপত্তা পরিষদের উপদেষ্টাদের সঙ্গে পঞ্চম বৈঠকে অংশ নিয়েছিলেন। যা আয়োজন করেছিল রাশিয়া। আজকের এই বৈঠকে রাশিয়া, ভারত ছাড়াও ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, চিন, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারাও ছিলেন। 

Tags:

vladimir putin

NSA Ajit Doval

India Russia Relationship

India-Russia strategic partnership


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর