img

Follow us on

Monday, Nov 18, 2024

India Russia: শঙ্কিত চিন-পাকিস্তান! ভারত-রাশিয়া পন্টসার এয়ার ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত, কী উপকারিতা?

Pantsir Air Defence System: ভারত ডাইনামিক্স লিমিটেড ও রাশিয়ার রোসোবোরনএক্সপোর্ট সংস্থার মধ্যে নয়া এয়ার ডিফেন্স সিস্টেম চুক্তি স্বাক্ষরিত, কতটা তাৎপর্যপূর্ণ?

img

রাশিয়ার থেকে ভারত পন্টসার মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। ছবি— সংগৃহীত।

  2024-11-18 17:38:16

মাধ্যম নিউজ ডেস্ক: আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল ভারত। ভারত ডাইনামিক্স লিমিটেড (BDL) এবং রাশিয়ার রোসোবোরন এক্সপোর্ট সংস্থা সম্প্রতি একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (MoU) বা মউ স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে রাশিয়ার থেকে ভারত পন্টসার মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করবে, যা ভারতীয় বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। 

পন্টসার সিস্টেম কী?

পন্টসার সিস্টেম হল একটি অত্যাধুনিক এবং বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা, যা ক্ষেপণাস্ত্র এবং বন্দুকের সংমিশ্রণ দ্বারা আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকের উপর রেডার, ১২টি ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র (সারফেস টু এয়ার মিসাইল), ড্রোন এবং ’দুটি বিমান বিধ্বংসী কামান থাকে। ক্ষেপণাস্ত্রগুলির সাধারণ ভাবে ১৮ কিলোমিটার পাল্লার। কিন্তু নতুন ‘১-এস’ সংস্করণে ‘বুস্টার’ ব্যবহার করে সেগুলির পাল্লা বাড়ানো হয়েছে। ভারত সেগুলি কিনতে চলেছে। নয়া চুক্তিটি গোয়াতে অনুষ্ঠিত পঞ্চম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন (IRIGC) অধিবেশনের সময় স্বাক্ষরিত হয়। ভারত ডায়নামিক্স এবং রাশিয়ার রোসোবোরন এক্সপোর্ট সংস্থার মধ্যে স্বাক্ষরিত ‘মউ’ অনুযায়ী রুশ প্রযুক্তিগত সহায়তায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে নির্মাণ করা হবে।

শক্তিশালী আকাশ প্রতিরক্ষা

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে রাশিয়ার এই চুক্তি প্রতিবেশী পাকিস্তান, চিন ও বাংলাদেশকে শঙ্কিত করার পক্ষে যথেষ্ট। পন্টসার সিস্টেম ভারতের হাতে এলে বায়ুসেনা আরও শক্তিশালী হবে। এই সিস্টেম অ্যাংগ্রি ড্রোন অ্যাটাক এবং প্রেসিশন-গাইডেড মিউনিশন থেকে মিলিটারি ইনস্টলেশনগুলো রক্ষা করতে সক্ষম। সিস্টেমটি বিশেষভাবে সামরিক ঘাঁটি বা কেন্দ্র, বিমানবন্দর, ইন্ডাস্ট্রিয়াল সাইটগুলিকে রক্ষা করে। চুক্তি অনুযায়ী, রাশিয়া ভারতকে এই সিস্টেমের সর্বশেষ সংস্করণ সরবরাহ করবে, যা আরও শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এই চুক্তি ভারতকে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এবং সেনা নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Pantsir air defence system

India russia defence mou

indian russia defence ties

pantsir system


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর