img

Follow us on

Saturday, Dec 28, 2024

India’s Telecom Sector: ৬জি পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিচ্ছে ভারতের টেলিকম দুনিয়া

COAI: ভারতের টেলিকম খাতে ১.২ বিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে এআই ও ৬জি পরিষেবার আগ্রহ বেশি

img

ভারতে ৬জি নিয়ে উন্মাদনা। ফাইল চিত্র

  2024-12-27 19:32:32

মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় টেলিযোগাযোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদির অন্যতম উদ্যোগ ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচি, যা দেশের প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহিত করেছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সুবিধা পৌঁছে দেওয়া, যাতে ডিজিটাল পরিষেবার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা যায়। প্রধানমন্ত্রীর এই ভাবনার সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে চলেছে ভারতের টেলিকম দুনিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ৬জি উদ্ভাবনে আগ্রহী হয়ে উঠেছে টেলিকম সংস্থাগুলি।

দ্রুত হারে টেলিযোগাযোগ নেটওয়ার্কের প্রসার

সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই) জানিয়েছে, ভারত বিশ্বে দ্রুততম হারে টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রসার করছে। ৫জি প্রযুক্তির সাফল্য এবং ভবিষ্যতের জন্য ৬জি প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশ। ভারতের টেলিযোগাযোগ শিল্প আন্তর্জাতিক স্তরে নিজেদের স্থান করে নিচ্ছে। ভারতে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। দেশে স্টার্টআপ সংস্কৃতি বিকাশ পাচ্ছে, যা প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নতমানের টেলিযোগাযোগ সেবা প্রদানে সহায়ক। ভারতের টেলিযোগাযোগ শিল্প আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত। 

৬জি উদ্ভাবনে গুরুত্ব

ভারতের টেলিকম খাত এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ৬জি উদ্ভাবনে মনোযোগী হয়ে উঠেছে, যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ১.২ বিলিয়ন। এই খাতটি অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে, এবং ২০২৪ সালের অক্টোবর মাসে প্রতিটি ব্যবহারকারীর গড় মাসিক ডেটা ব্যবহারের পরিমাণ ২১.৩০ জিবি ছাড়িয়ে গিয়েছে। ৫জি বিসিটি সাইটের সংখ্যা ৪৬০,৫৯২টি ছাড়িয়ে গিয়েছে, যার ফলে ৫জি ব্যবহারকারীদের সংখ্যা ১২৫ মিলিয়ন অতিক্রম করেছে, যা ২০২৬ সালের মধ্যে ৩৫০ মিলিয়নে পৌঁছতে পারে।

আরও পড়ুন: আয়করে ছাড় বাড়তে চলেছে! নতুন বছরের বাজেট নিয়ে কী ভাবছে কেন্দ্র?

ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (এফডাব্লিউএ), যা ৫জি ব্যবহারের অন্যতম প্রধান ক্ষেত্র, তা দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এবং এক বছরের মধ্যে প্রায় ৩ মিলিয়ন সংযোগ পৌঁছেছে। ভারতীয় টেলিকম খাত দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে ৪ মিলিয়নেরও বেশি মানুষের কর্মসংস্থান প্রদান করছে, এবং এখন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ৬জি উদ্ভাবনে মনোনিবেশ করেছে। ভারতের ৫৫ শতাংশ টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি (টিএমটি) কোম্পানি ইতোমধ্যে এআই পুরোপুরি অন্তর্ভুক্ত করেছে, এবং আরও ৩৭ শতাংশ কোম্পানি এটি সম্প্রসারণের পর্যায়ে রয়েছে, বলে জানিয়েছে কেপিএমজি ইন্ডিয়া।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

1.2 bn subscribers

India’s telecom sector

AI and 6G advancements

COAI


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর