এক লাফে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৮৩,৯৯০ জন।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ফের দেশে বাড়ল দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন। এক লাফে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৮৩,৯৯০ জন।
বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২,২৪৯। ফলে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৮ জন। সুতরাং মৃতের সংখ্যাও বেড়েছে। গত চার মাসের মধ্যে আজই দৈনিক সংক্রমণের হার সবচেয়ে বেশী। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৯৭২ জন।
ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,৩৬,০২৭ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ০.১৯ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, দৈনিক পজিটিভিটি রেট ২.০৩ শতাংশ ও সপ্তাহে পজিটিভিটি রেট ২.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৪,৯৪১।
আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?
অন্যদিকে করোনার বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই সম্ভবত গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট বাড়ানো হয়েছে। এতদিনে মোট করোনা টেস্ট করা হয়েছিল ৮৫.৯৪ কোটি জনের এবং গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট করা হয়েছে ৬,৫৬,৪১০ জনের। কেন্দ্রীয় মন্ত্রক অনুসারে, ভারত সরকার দ্বারা এতদিনে মোট ১৯৬.৬২ কোটি ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনায় একদিনে আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলে স্বাস্থ্য মন্ত্রক থেকে কোভিডের (Covid-19) বিভিন্ন নিয়ম মানার নির্দেশ জারি করেছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) সমস্ত রাজ্যের জন্যে চিঠিতে লিখেছেন আরটিপিসিআর (RT-PCR) টেস্টের পরিমাণ বাড়াতে হবে, এছাড়াও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, কোভিড নিয়ম ইত্যাদির দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি সরকারকে পাঁচ দফা নীতি (five-fold Strategy) মেনে চলারও পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মাণ্ডবিয় (Mansukh Mandaviya) আজই বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। আবার তিনিও ফাইভ ফোল্ড স্ট্যাটেজি অর্থাৎ পরীক্ষা (Test), ট্র্যাক (Track), চিকিৎসা (Treatment), টিকাপ্রদান (Vaccination) ও সচেতনতা (Adherence) মেনে চলার পরামর্শ দিয়েছেন।