Agni 5: 'অগ্নি ৫'-এর বিষয়ে এই তথ্যগুলো জানেন কী?
অগ্নি ৫-এর সফল উৎক্ষেপণ
মাধ্যম নিউজ ডেস্ক: সফল উৎক্ষেপণ! চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে বৃহস্পতিবার রাতের অন্ধকারেই অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল ভারত। ফলে ভারতীয় সেনার মুকুটে জুড়ল আরও এক পালক। ৫০০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এই সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারত চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগে থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছিল অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত। চিনের সঙ্গে সংঘর্ষ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর। ফলে অরুণাচল প্রদেশে তাওয়াং সংঘর্ষের (Tawang Clash) পরই এই উৎক্ষেপণকে (Agni 5) তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র মারফত জানা গিয়েছে, ৫০০০ কিলোমিটার দূরের কোনও টার্গেটেও আঘাত হানতে পারে অগ্নি-৫ (Agni 5)। অর্থাৎ প্রায় গোটা চিনের বেজিং সহ যে কোনও জায়গায় গিয়ে আঘাত হানতে পারবে এই মিসাইল। ক্ষেপণাস্ত্রের নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম যাচাই করার জন্য গতকাল এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল, যা সাফল্য এনে দিয়েছে ভারতকে।
আরও পড়ুন: ‘লাদেনকে আশ্রয় দেওয়ার কথা মনে আছে?’, কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানকে জবাব জয়শঙ্করের
১) অগ্নি ৫-এর সিরিজে সব থেকে এগিয়ে থাকা মিসাইলগুলির মধ্যে অন্যতম 'অগ্নি ৫' (Agni 5)। ৫০০০ কিমি দূরে আঘাত হানতে পারে এই মিসাইল। অগ্নি ১ ক্ষেপণাস্ত্র ৭০০ কিমি, অগ্নি ২ মিসাইল ২০০০ কিমি, অগ্নি ৩ এবং ৪ আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার কিমি দূরে আঘাত হানতে সক্ষম।
২) অগ্নি-৫-এর (Agni 5) দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার। পরিধি ২ মিটার। এই ক্ষেপণাস্ত্র প্রথম, যেটি ৫০০০ কিমির দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত করতে সক্ষম। এটি সমগ্র এশিয়া, ইউরোপের কিছু এলাকাকেও তার লক্ষ্যের আওতায় আনতে সক্ষম।
৩) অগ্নি-৫-এর (Agni 5) মাধ্যমে পরমাণু হামলাও চালানো যাবে। ১,৫০০ কেজি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই অগ্নি-৫।
৪) অগ্নি-৫ প্রকল্পের প্রধান লক্ষ্য হল চিনের বিরুদ্ধে ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
৫) এই নিয়ে টানা নবমবারের জন্য অগ্নি -৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। এর আগে ২০২১ সালের ২৭ অক্টোবর অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। আবার এ বছর ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূলে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়। প্রথম পরীক্ষা করা হয়েছিল ২০১২ সালে।
৬) এই সফল পরীক্ষার মাধ্যমে, অগ্নি ৫ (Agni 5) ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডে অন্তর্ভুক্ত হওয়ার কাছাকাছি চলে এসেছে।
উল্লেখ্য, ভারতীয় সেনার হাতে এই ক্ষেপণাস্ত্র (Agni 5) চলে আসায় চিন ও পাকিস্তান অনেকটাই উদ্বিগ্ন থাকবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ কারণ, ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র৷ এছাড়াও ৯ ডিসেম্বরের ভারত-চিন সীমান্তের সংঘর্ষের পর নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। আবার এরই মধ্যে মিসাইলের সফল উৎক্ষেপণ স্বাভাবিকভাবেই চাপে ফেলল শত্রু দেশগুলোকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।