এখন প্রতি কেজিতে খরচ পড়ে প্রায় ৬ মার্কিন ডলার...
ভারত হবে সবুজ হাইড্রোজেনের হাব? ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: সবুজ হাইড্রোজেন (Green Hydrozen) উৎপাদনে খরচ কমাতে উদ্যোগী হল ভারত (India)। সম্প্রতি এ খবর জানিয়েছেন নীতি আয়োগের সিইও (CEO)। তিনি বলেন, টিকে থাকতে গেলে এবং সাফল্য লাভ করতে হলে সবুজ হাইড্রোজেন উৎপাদনে ভবিষ্যতে ভারতের প্রয়োজন হবে সাশ্রয়ী বিনিয়োগের বিকল্প।
বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে জ্বালানির মূল্য। এমতাবস্থায় খোঁজ চলছে সস্তার বিকল্প জ্বালানির। এই কারণেই ক্রমেই গুরুত্ব বাড়ছে সবুজ হাইড্রোজেনের। ভবিষ্যতে নানা কাজে ব্যবহৃত হলেও, বর্তমানে কেবল অ্যামোনিয়া উৎপাদন এবং তেল পরিশোধনের কাজে লাগে হাইড্রোজেন।
সবুজ হাইড্রোজেন উৎপাদন প্রক্রিয়া এখনও বেশ জটিল এবং ব্যয়বহুল। জল থেকে যে হাইড্রোজেন উৎপাদন করা হয়, তা হল সবুজ হাইড্রোজেন। এক বিশেষজ্ঞ জানান, অণু 'এইচ-টু' হওয়ার কারণে সব হাইড্রোজেনই আসলে এক। তবে ভিন্ন উৎপাদন প্রক্রিয়ার কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমণের মাত্রা নির্ভর করে।
আরও পড়ুন : রাশিয়া থেকে গ্যাস কেনা কি যুদ্ধে মদত নয়? পশ্চিমকে তোপ ভারতের
জানা গিয়েছে, ভারতে বর্তমানে প্রতি কেজি সবুজ হাইড্রোজেন উৎপাদন করতে খরচ পড়ে পাঁচ থেকে ৬ মার্কিন ডলার। এটাকেই এক মার্কিন ডলারে নামিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। সবুজ হাইড্রোজেনই যেহেতু ভবিষ্যতের বিকল্প জ্বালানি, তাই এর উৎপাদন খরচ কমানো প্রয়োজন। সেই কারণেই উদ্যোগী হয়েছে সরকার।
এদিকে, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ লক্ষ মেট্রিক টন সবুজ হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে জানানো হয়েছে, এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দরকার। ফরাসী সংস্থা টোটাল এনার্জিজ জানিয়েছে, ভারতের সঙ্গে সবুজ হাইড্রোজেন ইকোসিস্টেম বিকাশের চুক্তির অংশ হিসেবে আদানির ২৫ শতাংশ অংশীদারিত্ব আমরা কিনেছি।
আরও পড়ুন : পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীতে যোগ দিতে মুখিয়ে ভারত, জানালেন জয়শঙ্কর
বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক সংস্থা টোটাল এনার্জি। নানা কারণে সংস্থাটি পরিবেশবিদদের সমালোচনার শিকার হয়েছে। তাই নিজেদের ইমেজ বদলাতে মরিয়া সংস্থাটি গত কয়েক বছর ধরে হাইড্রোকার্বন-কেন্দ্রিক প্রক্রিয়ার পরিবর্তে তারা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উৎপাদনে জোর দিচ্ছে। তাই সবুজ হাইড্রোজেন উৎপাদনে বিনিয়োগ।