img

Follow us on

Friday, Nov 22, 2024

Indian Flag: জাতীয় পতাকায় 'টক্কর' পাকিস্তানকে, আটারিতে উড়বে ভারতের উচ্চতম তেরঙা

আকাশছোঁয়া তেরঙাটির উচ্চতা হবে ৪১৮ ফুট।

img

Indian Flag

  2022-10-06 17:28:32

মাধ্যম নিউজ ডেস্ক: এবারে ওয়াঘা-আটারি সীমান্তে (Wagah-Attari border) উড়বে দেশের উচ্চতম জাতীয় পতাকা (National Flag)। যা প্রতিবেশি দেশ পাকিস্তানের পতাকার উচ্চতাকেও ছাড়িয়ে যাবে। এই তেরঙাটির উচ্চতা হবে ৪১৮ ফুট। ফলে আর কিছুদিনের মধ্যেই  ভারত-পাকিস্তান সীমান্তে দেশের সবচেয়ে বড় পতাকা (Indian Flag) উড়তে দেখা যাবে।

বর্তমানে যে পতাকাটি লাগানো রয়েছে, সেটির উচ্চতা ৩৬০ ফুট। ২০১৭ সালের মার্চ মাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে ওই পতাকাটি স্থাপন করা হয়েছিল। অন্যদিকে পাকিস্তানও সেই বছরই একটি বড় পতাকা স্থাপন করে। দৈর্ঘ্যে সেটি আবার ভারতের পতাকার (Indian Flag) থেকে বেশি দীর্ঘ। এটির উচ্চতা ৪০০ ফুট। ফলে পাকিস্তানকে তার উত্তর দিতেই ভারত এবার এমন পদক্ষেপ নিয়েছে ও পাকিস্তানের চেয়েও বড় পতাকা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের পতাকাটি পাকিস্তানের পতাকার থেকে আকারে ছোট হলেও এই নতুন পতাকাটি ছাপিয়ে যাবে পাকিস্তানের পতাকাটির উচ্চতাকে। ভারতের পতাকাটি পাকিস্তানের পতাকার থেকেও ১৮ ফুট লম্বা বলে জানা গিয়েছে।

কেন্দ্রের এবং রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পরেই ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) এই পতাকা নির্মাণের বরাত দিয়েছে এক কন্ট্রাক্টরকে। তবে নতুন পতাকা (Indian Flag) লাগানো হলেও বর্তমান পতাকাটি সরানো হবে কি না তা নিয়ে আলোচন চলছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তো তুললেন, কিন্তু পতাকা ভাঁজ করার সঠিক নিয়ম জানেন কি?

এনএইচএআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, আটারি-ওয়াঘা সীমান্তের ঠিক কোন স্থানে নতুন পতাকাটি (Indian Flag) স্থাপন করা হবে তা নিয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সম্ভবত পতাকাটি স্থাপন করা হবে। বিএসএফের কর্মকর্তাদের পরামর্শ মেনে সম্ভবত যৌথ চেক পোস্টের কাছে যেখানে পর্যটকদের গ্যালারি রয়েছে, সেখানেই উড়তে পারে দেশের উচ্চতম জাতীয় পতাকা (Indian Flag)।

এক বিএসএফ কর্মকর্তা বলেন, “অনেক দর্শক আমাদের জাতীয় পতাকার উচ্চতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, কারণ পাকিস্তানের পতাকার তুলনায় ভারতের পতাকার (Indian Flag) উচ্চতা কম দেখায়। নতুন পতাকা বসানোর সঙ্গে সঙ্গে দর্শকদের কোনও অভিযোগ থাকবে না, বরং তাঁরা খুশী হবেন।“ অবশেষে ভারতবাসীর সেই দাবিই সত্যি হতে চলেছে। তবে শুধুমাত্র পতাকা নয়, এনএইচএআই সীমান্তের সৌন্দর্যায়নেও কাজ করা হচ্ছে, যা দর্শকদের কাছে এক আকর্ষণ হয়ে উঠবে। ফলে প্রতিবেশিদের পতাকাকে ছাপিয়ে আকাশছোঁয়া তেরঙাকে দেখতে সীমান্তে মানুষের ভিড় উপচে পড়তে চলেছে, তা এখনই বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের উচ্চতম জাতীয় পতাকা (Indian Flag) আছে কর্ণাটকে বেলাগাম ফোর্টে। এটির উচ্চতা ৩৬১ ফুট, যা আটারি সীমান্তে বর্তমান পতাকার চেয়ে মাত্র এক ফুট লম্বা।

Tags:

Tricolor flag

Indian Flag

Wagah-Attari border

NHAI

Indian's Tallest Flag


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর