img

Follow us on

Saturday, Jan 18, 2025

Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

আমদানিকৃত টমেটো বিক্রি করা হবে ৭০ টাকা প্রতি কেজিতে

img

প্রতীকী ছবি

  2023-08-11 09:05:03

মাধ্যম নিউজ ডেস্ক: এবার নেপাল থেকে টমেটো (Tomato Price) আমদানি করা হবে ভারতে। বৃহস্পতিবার এমনই কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভায় তাঁর বক্তব্য চলাকালীন অর্থমন্ত্রী বলেন যে নেপাল থেকে আমদানি করার পরে শুক্রবার সেগুলোকে পৌঁছে দেওয়া হবে বারাণসী, লক্ষ্ণৌ এবং কানপুরের বিভিন্ন শহরে। জানা গিয়েছে, আমদানিকৃত টমেটো বিক্রি করা হবে ৭০ টাকা প্রতি কেজিতে।

কেন বেড়েছে টমেটোর (Tomato Price) দাম?

প্রসঙ্গত, টমেটোর (Tomato Price) দাম বেড়েছে ১৪ শতাংশ। পাইকারি বাজারে প্রতি কেজি টমেটোর দাম পৌঁছেছে ১৪০ টাকায়। গত তিন মাস ধরেই চলছে এই মূল্যবৃদ্ধি। অনাবৃষ্টি এবং ভাইরাস আক্রমণের কারণেই টমেটোর উৎপাদন সেভাবে হয়নি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে  টমেটো সংগ্রহ করার কাজ চলছে মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ এবং কর্নাটক থেকেও। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস টমেটোর দাম বৃদ্ধি  নিয়ে বলেন, ‘‘শীঘ্রই সবজি দামে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।’’

আরও পড়ুন: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

কবে নাগাদ কমবে দাম? 

প্রসঙ্গত চলতি বছরের জুন এবং জুলাই মাসে থেকেই অত্যধিক  মূল্যবৃদ্ধি হয়েছে টমেটোর।  ফসলের দাম সাধারণত অগাস্ট থেকেই কম হওয়ার কথা। কিন্তু এবার সেসবের কোনও বালাই নেই। যদিও চাষিরা মনে করছেন চলতি বছরের অক্টোবর মাস থেকেই দাম কমবে সবজির (Tomato Price)। সবজির দামের এই মূল্য বৃদ্ধির কারণে, পরিস্থিতি তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির মতো। প্রসঙ্গত, বৃহস্পতিবার লোকসভায় তাঁর ভাষণে নির্মলা সীতারমন জানিয়েছেন যে ভারত ক্রমশই অর্থনীতিতে এগিয়ে চলেছে। দক্ষিণ ভারতের কর্নাটক দেশের মধ্যে টমেটো উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু চলতি বছরে সে রাজ্যের টমেটো (Tomato Price) চাষীরা যথেষ্ট হতাশ। ফলন হয়নি সেভাবে। চাষীরা বলছেন, ‘‘এবছরে অত্যধিক গরম, কম বৃষ্টিপাত এবং নানারকম ভাইরাসের আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে টমেটোর উৎপাদনে।’’

আরও পড়ুন: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Tomato

india to import tomatoes


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর