গান্ধীকে চ্যালেঞ্জ জানানোর স্পর্ধা একমাত্র সুভাষ বোসের ছিল, মন্তব্য ডোভালের
সংগৃহীত ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: নেতাজি (Netaji) থাকলে এ দেশ কখনও ভাগ হত না। শনিবার দিল্লিতে সুভাষ বোস স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
কী বললেন ডোভাল?
এদিন দিল্লিতে ডোভাল বলেন, ‘‘নেতাজি (Netaji) সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী ছিলেন। দেশের স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। কিন্তু, স্বাধীনতা প্রাপ্তি তিনি দেখে যেতে পারেননি। নেতাজি থাকলে ভারত ভাগ হত না।’’ তাঁর এদিনের বক্তব্য উঠে আসে গান্ধী-সুভাষ দ্বৈরথের কথাও। তাঁর মতে, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসুর মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ করারও স্পর্ধা ছিল।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমি ভালো বা খারাপ বলছি না। ভারতীয় ইতিহাসে খুব কম জন ছিলেন স্রোতের বিপরীতে যেতে পারতেন। নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছিলেন। তিনি মনে করতেন, ভিক্ষায় কখনও স্বাধীনতা আসে না। জিন্নাও বলেছিলেন আমি একমাত্র সুভাষ বোসের কথাই শুনব।’’
#WATCH | Netaji (Subhas Chandra Bose) said I will not compromise for anything less than full independence and freedom. He said that he not only wants to free this country from political subjugation but there is a need to change the political, social and cultural mindset of the… pic.twitter.com/2iIQYF993T
— ANI (@ANI) June 17, 2023
অজিত দোভাল আরও বলেন, ‘‘নেতাজি (Netaji) পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস রাখতেন। তিনি শুধু রাজনৈতিক ক্ষমতা বদলের স্বাধীনতা চাননি। মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতার পরিবর্তনও চেয়েছিলেন। যাতে তাঁরা আকাশে মুক্ত পাখির মতো বিচরণ করতে পারেন।’’ নেতাজির অন্তর্ধান নিয়ে তিনি বলেন, ‘‘১৯৪৫ সালের ১৮ অগাস্ট তিনি নিঁখোজ হয়ে যান। তাঁর মৃত্যু রহস্যে বহু কমিশন তৈরি হলেও, আজও বিতর্ক রয়ে গেছে তাইহোকু বিমান দুর্ঘটনার বিষয়ে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।