Andaman water: আন্দামান সমুদ্রে অভিযান চালিয়ে ৫ টন মাদক আটক করল ভারতীয় নৌবাহিনী…
আন্দামানের জল সীমানায় মাদক আটক ভারতীয় নৌবাহিনীর। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: মাদক চোরাচালান রুখতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) বড়সড় সাফল্য। আন্দামান সমুদ্র (Andaman water) সীমায় ৫ টন বা ৫ হাজার কিলোগ্রাম মাদক আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, একটি মাছ ভর্তি নৌকায় করে এই মাদক পাচারের চক্র ফাঁদা হয়েছিল। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ইতিমধ্যে এই সাফল্যে বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে বলা হয়েছে, “এই বিশেষ অভিযানে আন্দামান জলসীমার (Andaman water) কাছ থেকে একটি মাছ ধরার নৌকায় প্রায় ৫ টনের বেশি একটি বিরাট চোরাকারবারকে আটক করতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান বলছে, এদিনেি এই অভিযান ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা। ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে ইতিমধ্যে তল্লাশি চলাচ্ছে বাহিনী। সন্দেহজনক নানা সূত্র ধরে সবরকম তল্লাশি শুরু করেছে তদন্তকারী অফিসাররা।”
আরও পড়ুনঃ ‘‘এঁরাই সংসদে হাঙ্গামা বাধাচ্ছেন’’, অধিবেশন শুরুর আগে তোপ মোদির, নিশানায় কারা?
৭০০ কিলোগ্রাম মেথামফেটামিন বাজেয়াপ্ত হয়েছিল
সমুদ্রপথে (Andaman water) মাদক দ্রব্যপাচারের সঙ্গে যুক্ত একাধিক এজেন্সিগুলির চোরাচালানে এইবারের অভিযানে বিরাট ধাক্কা খেয়েছে বলে মনে করছেন নিরাপত্তা এবং সুরক্ষা বিশেজ্ঞরা (Indian Coast Guard)। উল্লেখ্য এই মাসের শুরুর দিকে একটি বিশাল মাদকদ্রব্য পাচাররোধের অভিযান চালিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময় এই অভিযানে ৭০০ কিলোগ্রাম মেথামফেটামিন বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত গুজরাট উপকূল থেকে ভারতীয় আঞ্চলিক জলসীমা বরাবার এলাকা থেকে ৮ জন ইরানি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। সাগর মন্থন-৪ কোডনামে হওয়া ওই অভিযানে গোয়েন্দাদের গোপন তথ্যের উপর নির্ভর করে চালানো হয়েছিল। একই ভাবে এনসিবি একটি বিবৃতি দিয়ে স্পষ্ট ভাবে জানিয়েছে, এই জাহাজগুলিকে এখন থেকে সমুদ্রে বিশেষ নজরদারিতে রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রয়োজনে সন্দেহজনক জাহাজগুলিকে এখন থেকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।