img

Follow us on

Thursday, Dec 19, 2024

Indian Defence Forces: ভবিষ্যতের প্রস্তুতি! মহাকাশেও সামরিক ঘাঁটি গড়ছে ভারত, পাঠানো হচ্ছে ৫২টি স্যাটেলাইট

Defence Space Assets: মহাকাশে দেশের সম্পদ বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ডিফেন্স স্পেস এজেন্সিকে...

img

মহাকাশ থেকেই যুদ্ধ! শিল্পীর কল্পনায়। ছবি — সংগৃহীত।

  2024-12-19 15:27:34

মাধ্যম নিউজ ডেস্ক: এবার মহাকাশেও তৈরি হতে চলেছে ভারতের সামরিক ঘাঁটি (Defence Space Assets)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের চলতি মাসের গোড়াতেই এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স, প্রতিরক্ষা মন্ত্রক এবং ইসরোর প্রতিনিধিরা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ৫২টি স্যাটেলাইট মহাকাশে (Indian Defence Forces) পাঠাবে ভারত। অধিকাংশ স্যাটেলাইটই কাজ চালাবে নজরদারির। একইসঙ্গে বেশ কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইটও পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই স্যাটেলাইটগুলি মূলত প্রতিরক্ষার (Indian Defence Forces) কাজেই লাগানো হবে।

আমেরিকা-চিন-রাশিয়ার পরেই ভারত 

জানা গিয়েছে এখনও পর্যন্ত আমেরিকা, চিন, রাশিয়ার মতো দেশগুলি এ ধরনের স্যাটেলাইট মহাকাশে (Defence Space Assets) পাঠিয়েছে, এবার ভারতও যোগ দিতে চলেছে সেই সারিতে। মনে করা হচ্ছে এর ফলে বিশ্ব মানচিত্রে ক্ষমতাশালী দেশ হিসেবে ভারতের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সূত্র মারফত জানা গিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের নেতৃত্বেই এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত (Indian Defence Forces) করা হবে এবং পুরো প্রকল্প তত্ত্বাবধান করবে ডিফেন্স স্পেস এজেন্সি। একইসঙ্গে ডিফেন্স স্পেস এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মহাকাশে দেশের সম্পদের সংখ্যা বাড়ানোর এবং সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার। প্রসঙ্গত, ইসরো, ডিফেন্স স্পেস এজেন্সি (Defence Space Assets), ডিআরডিও, মিলিটারি ইনটেলিজেন্স সহ একাধিক সংস্থা ভারতের এই সামরিক স্বপ্ন পূরণে নেমে পড়েছে। সূত্রের খবর, সম্প্রতি আয়োজিত বৈঠকে স্থির হয়েছে কাকে কোন কাজটা করতে হবে!

গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে চিন ও পাকিস্তান বর্ডারের নজরদারিতে 

ওয়াকিবহাল মহল মনে করছে, চিন ও পাকিস্তানের সঙ্গে সারা বছর ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে (Defence Space Assets) কেন্দ্র করে বিবাদ লেগেই থাকে। বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। এই স্যাটেলাইটগুলি মহাকাশে প্রতিস্থাপন হলে দেশের সীমানা সুরক্ষায় (Indian Defence Forces) তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এ নিয়ে সংবাদ মাধ্যমকে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জানিয়েছেন, এমন উদ্যোগের ফলে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে।


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Indian defence forces

space based assets


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর