Stealth Frigate Nilgiri: ভারতীয় নৌবাহিনীতে ১৫ জানুয়ারি অন্তর্ভুক্ত হবে প্রোজেক্ট ১৭এ-র অন্তর্গত প্রথম দেশীয় স্টেলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি...
ভারতীয় নৌবাহিনীতে একযোগে অন্তর্ভুক্ত হতে চলেছে তিন যুদ্ধ জাহাজ। সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় নৌবাহিনী। বহরে বাড়ছে নৌসেনা। চলতি মাসেই ভারতীয় নৌসেনার রণসম্ভারে যুক্ত হয়েছে তিনটি নয়া রণতরী। জানুয়ারির ১৫ তারিখ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে এই যুদ্ধজাহাজগুলি। তিনটি যুদ্ধজাহাজ হল— প্রোজেক্ট ১৭এ-র অন্তর্গত প্রথম স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস নীলগিরি’, প্রোজেক্ট ১৫বি-র অন্তর্গত চতুর্থ তথা শেষ স্টেলথ ডেস্ট্রয়ার ‘আইএনএস সুরাট’ এবং স্করপিন শ্রেণির ষষ্ঠ তথা শেষ সাবমেরিন ‘আইএনএস বাঘশীর’। এগুলি সবই মুম্বাইয়ের মারগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL)-এ তৈরি হয়েছে।
প্রায় আড়াই বছর ধরে সমুদ্র যুদ্ধের মহড়া দেওয়ার পরে অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে ‘আইএনএস সুরাট’। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে ‘আইএনএস বিশাখাপত্তনম’ গোত্রের এই ডেস্ট্রয়ার। শীঘ্রই সেটি নৌসেনায় কমিশন-প্রাপ্ত হবে। আইএনএস সুরাট-এর সৌজন্যে ভারতীয় নৌসেনার অস্ত্রাগারে আসতে চলেছে পি-১৫বি শ্রেণির চতুর্থ ‘গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার’। মুম্বইয়ের ‘মাঝগাঁও ডকইয়ার্ডে’ নির্মিত এই যুদ্ধজাহাজকে ২০২২ সালের মে মাসে জলে ভাসিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার পর থেকে ধারাবাহিক ভাবে সামুদ্রিক ট্রায়ালে ব্যস্ত থেকেছে সুরাট। ক্ষেপণাস্ত্র, কামান, টর্পিডো-সহ নানা অস্ত্রসম্ভারে সজ্জিতও হয়েছে। আইএনএস সুরাট হল প্রজেক্ট ১৫বি-র শেষ রণতরী।
Historic Milestone Ahead: Simultaneous Commissioning of Three Combatant Platforms
— SpokespersonNavy (@indiannavy) January 1, 2025
15 Jan 2025 is set to become a landmark day in India’s history as the #IndianNavy prepares to commission
three state-of-the-art combatants in a grand ceremony at Naval Dockyard, Mumbai.
-… pic.twitter.com/gkdnKYfsVZ
আইএনএস সুরাট ছাড়াও হল প্রজেক্ট ১৭এ-র প্রথম স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস নীলগিরি’ও আগামী ১৫ জানুয়ারি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এটি শিবালিক ক্লাসের ফ্রিগেটের তুলনায় উন্নত স্টেলথ বৈশিষ্ট্য এবং রেডার সিগনেচার কমানোর প্রযুক্তি দিয়ে তৈরি। এটি আধুনিক বিমান চালনার সুবিধা সহ একটি শক্তিশালী যুদ্ধজাহাজ। চেতক, সি কিং এবং এমএইচ-৬০আর হেলিকপ্টারও বহন করতে সক্ষম নীলগিরি। এছাড়াও ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে স্করপিন ক্লাস সাবমেরিন ‘আইএনএস বাঘশীর’। এটি বিশেষ মিশন যেমন অ্যান্টি-সারফেস যুদ্ধ, অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। আধুনিক টর্পিডো, মিসাইলে সজ্জিত এই সাবমেরিন ভবিষ্যতে এয়ার ইনডিপেন্ডেন্ট প্রোপালশন (AIP) প্রযুক্তি সংযুক্ত করার জন্যও প্রস্তুত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।