img

Follow us on

Saturday, Jan 04, 2025

Machine Gun: আত্মনির্ভর ভারত, ইউরোপে ২০০০ মেশিনগান রফতানি করবে কানপুরের অস্ত্র কারখানা

Europe: ভারতের কোন অস্ত্র হয়ে উঠেছে ইউরোপের প্রথম পছন্দ?

img

মেশিন গান (সংগৃহীত ছবি)

  2024-12-31 14:52:01

মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপে বাড়ছে ভারতে তৈরি মেশিনগানের চাহিদা। এই মেশিনগান (Machine Gun) তৈরি করছে কানপুরের একটি অস্ত্র কারখানা (SAF)। অনেক দেশই এই মেশিনগানকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছে। এক মিনিটে এক হাজার গুলি চালানোর ক্ষমতা রয়েছে এই মেশিনগানের। এই মেশিনগান (এমএমজি) যে কোনও লড়াইয়ে গেম চেঞ্জার হতে পারে।

২০০০টি এমএমজি তৈরির অর্ডার মিলেছে (Machine Gun)

ইউরোপ এই মেশিনগানের (Machine Gun) ব্যাপক চাহিদা। কানপুরের যে কারখানা এই অস্ত্র রফতানি করবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। এটি অর্ডন্যান্স ফ্যাক্টরির একটি ইউনিট। আগামী ৩ বছরের মধ্যে ২০০০টি এমএমজি তৈরি করে ইউরোপে সরবরাহ করতে হবে কানপুরের কারখানাটিকে। এই বিষয়ে, প্রতিরক্ষা মন্ত্রকের ডিপিএসইউ আউইল-এর প্রতিরক্ষা উৎপাদন ইউনিট রফতানির জন্য কাজ শুরু করেছে। জানা গিয়েছে, ১৮০০ মিটার পর্যন্ত শত্রুদের ধ্বংস করতে পারে এই মেশিনগান থেকে নির্গত গুলি। ইউরোপ থেকে সবচেয়ে বড় অর্ডার পেয়েছে কানপুরের এই অস্ত্র কারখানা। গত বছর ডিসেম্বরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 

আরও পড়ুন: ছত্তিশগড়ে ‘ঘর ওয়াপসি’, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত ৬৫১ পরিবার ফিরল হিন্দু ধর্মে

এসএএফ কর্মকর্তারা কী বললেন?

ওই কারখানার অধিকর্তারা বলেন, "ক্রেতার চাহিদা এবং গত বছরের ডিসেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দুকটি (Machine Gun) কাস্টমাইজ করা হচ্ছে।" সামরিক অভিযানে স্থায়ী আগুনের জন্য ডিজাইন করা হয়েছে। এমএমজি প্রতি মিনিটে ১০০০ রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। বন্দুকগুলি সাধারণত ৭.৬২ এমএম বা .৫০ ক্যালিবার গোলাবারুদ চালায়। বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন যানবাহন, ট্যাঙ্ক এবং বিমানে ব্যবহার করা যেতে পারে। এর বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এটির ব্যারেল। ব্যারেলের ওজন ৩ কেজি। এই মেশিনগানের দৈর্ঘ্য ১২৫৫ মিমি। এটি ১৮০০ থেকে ২০০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা শত্রুকে সঠিকভাবে টার্গেট করতে পারে। তাই বহু দেশের সেনাবাহিনীর পছন্দ হয়ে উঠছে এই মেশিনগান।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

machine gun


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর