img

Follow us on

Friday, Jul 05, 2024

Indian Stock Market: ভারতীয় শেয়ার বাজারে রেকর্ড! ৮০ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স

Sensex: সেনসেক্সে ইতিহাস, নিফটির সূচকও রেকর্ড উচ্চতায়! কোন যাদুতে এই ছবি?

img

ইতিহাস গড়ল ভারতীয় শেয়ার বাজার।

  2024-07-03 11:59:20

মাধ্যম নিউজ ডেস্ক: নয়া ইতিহাসের সাক্ষী রইল ভারতীয় শেয়ার বাজার (Indian Stock Market)। প্রি-ওপেন মার্কেট সেশনে এদিন সর্বকালের রেকর্ড গড়েছে সেনসেক্স (Sensex)। প্রথমবারের জন্য ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স পেরিয়ে গিয়েছে ৮০ হাজারের গণ্ডি। শুধু সেনসেক্সই নয় নিফটিও চড়েছে রেকর্ড উচ্চতায়। তাই বুধবার বাজার খুলতেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া। মঙ্গলবার শেয়ার বাজারের কারবারিরা  প্রায় ৬৪৮ কোটি টাকা লভ্যাংশ তুলেছে। বুধবার সেই লাভের অঙ্ক ২০০০ কোটি টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

কাদের শেয়ারের দর চড়ল (Indian Stock Market)

দিন বাজার (Indian Stock Market) খোলার সময় সেনসেক্স (Sensex) ছিল রেড জোনে। কিন্তু দিনের শুরু থেকেই গ্রিন জোনে ব্যবসা শুরু করে নিফটি ৫০। এদিন বিএসই সেনসেক্স ৭৯ হাজার ৮৪০ পয়েন্টে ব্যবসা শুরু করে। যা কিনা আগের দিনের তুলনায় প্রায় ৩০০ পয়েন্ট বেশি। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সর্বকালীন রেকর্ড ৭৯ হাজার ৮৫৫ পয়েন্ট স্পর্শ করে সেনসেক্স। এদিন একই সঙ্গে ৪ হাজার ২৩৬ পয়েন্ট পর্যন্ত ছুঁয়ে সর্বোচ্চ রেকর্ড গড়ে নিফটি। মঙ্গলবার বাজার খোলার তিন ঘণ্টার মধ্যে উইপ্রো, ইনফোসিস, এইচসিএল টেক, লারসেন, কোল ইন্ডিয়ার মতো স্টকগুলো বৃদ্ধি পেয়েছে। এদিন প্রথম ৩ ঘণ্টায় উইপ্রোর শেয়ারের দর ৩.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইনফোসিসের স্টক বেড়েছে ২.৪৯ শতাংশ, হিন্দালকোর শেয়ার দর বেড়েছে ১.৪৭ শতাংশ, কোল ইন্ডিয়ার শেয়ার দর বেড়েছে ১.৩৬ শতাংশ। 

আরও পড়ুন: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সারা বাংলায়! কী বলছে হাওয়া অফিস?

এই বাজারে (Indian Stock Market) সবচেয়ে বেশি শেয়ারের দর চড়েছে এইচডিএফসি ব্যাঙ্কের। এছাড়াও আরও ১৩টি কোম্পানির শেয়ারের দর হু হু করে বেড়েছে। তবে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দর ১.৩ শতাংশ থেক ১.৫ শতাংশ বেড়েছে। তবে এই বাজারেও টিসিএস, সান ফার্মা, আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির শেয়ারের দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। নিফটিতেও ভাল অবস্থায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এছাড়া নিফটি ব্যাঙ্ক, অটো, বেসরকারি ব্যাঙ্ক গুলির শেয়ারের দর ০.৫ শতাংশ হারে বেড়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

sensex

nifty

bangla news

Indian Stock Market


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর