img

Follow us on

Sunday, Jan 19, 2025

Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

Indian Student: পরিবারের অভিযোগ, জাতিগত বিদ্বেষের জন্যই এই প্রানঘাতী আক্রমণ...

img

ফাইল ছবি

  2022-10-15 00:04:35

মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ বছর বয়সী সিডনিতে পাঠরত ভারতীয় পড়ুয়াকে (Indian Student) ১১ বার ছুরি দিয়ে আঘাত করেছে অস্ট্রেলিয়ার দুই আততায়ী। আইআইটি মাদ্রাজের প্রাক্তন এই পড়ূয়া শুভম গর্গ (Shubham Garg) গত ১ সেপ্টেম্বর সিডনিতে গিয়েছেন। সেখানে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন শুভম। পরিবারের অভিযোগ, জাতিগত বিদ্বেষের জন্যই এই প্রানঘাতী আক্রমণ।তাদের আরও অভিযোগ, ৬ সেপ্টেম্বর সিডনির লোয়ার শোর এলাকায় শুভমের উপর আক্রমণের ঘটনা জানার পর পরিবার থেকে দ্রুত ভিসার আবেদন করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভিসার অনুমতি পায়নি তাঁরা। তবে স্থানীয় প্রশাসনের সাহায্যে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে সেই পরিবার। ওই পরিবারকে কেন দ্রুত ভিসা দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনও সদুওর মেলেনি অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে।

">

 

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর টাকা নিয়ে ফেরার সময় শুভমের (Indian Student) কাছ থেকে টাকা দাবি করে আততায়ীরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রানঘাতি হামলা চালানো হয় শুভমের উপর। পুলিশ এই ঘটনায় ড্যানিয়েল নরউড এবং ২৭ বছর বয়সী দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছ। তবে পুলিশ জাতি বিদ্বেষের অভিযোগ খারিজ করেছে।

শুভম (Indian Student) রক্তাক্ত অবস্থায় কোনও মতে পাশের এক বাড়িতে গিয়ে সাহায্য চান। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, শুভমের পেটে ও বুকে গুরুতর চোট রয়েছে। শুভমের বাবা রামনিবাস গর্গ বলেন, ‘‘কোনও মতে ওঁর প্রাণরক্ষা হয়েছে। ৮ অক্টোবর ওঁকে ফোন করে পাইনি। এর পরেই ওঁর বন্ধুকে ফোন করে সব জানতে পারি। ওঁর পেটে ১১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। আমার ছেলের চিকিৎসায় ভারত সরকারের সাহায্য চাইছি। আমার ছোট ছেলেকে দ্রুত অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করছি।’’

অস্ট্রেলিয়া হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, সিডনিতে ভারতীয় কনস্যুলেট ওই যুবককে সাহায্য করছে। আহতের পরিবারের সদস্যের যতো তাড়াতাড়ি সম্ভব ভিসার ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া হাই কমিশন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Australia

Indian Student

Shubham Garg

indian student from agra stabbed 11 times in sydney

sydney


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর