img

Follow us on

Saturday, Jan 18, 2025

Indigo Flight: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

দুই সপ্তাহের মধ্যেই ফের একবার করাচিতে অবতরণ করল ভারতীয় বিমান।

img

প্রতীকী ছবি

  2022-07-17 17:30:58

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকালে ফের বিমানযাত্রায় বিপত্তি। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলোযোগ দেখা যায়। সকালে শারজা ( Sharjah ) থেকে হায়দরাবাদগামী (Hyderabad) ইন্ডিগো (Indigo) সংস্থার একটি বিমানের জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। যাত্রাপথে বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আর সেই সময় বিমানের পাইলট পাকিস্তানের করাচিতে (Karachi) অবতরণ করার সিদ্ধান্ত নেন।

খবরসূত্রে জানা গিয়েছে, শারজাহ থেকে হায়দরাবাদ আসার পথে ইন্ডিগোর 6E-1406 বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে করাচিতে এই বিমানের জরুরি অবতরণ করা হয়েছিল বলেই জানিয়েছে বিমান পরিবহণ সংস্থা। বিমানে থাকা যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: বিমানে বিস্ফোরক! রানওয়েতে প্রবেশের আগেই গ্রিসে ভেঙে পড়ল ইউক্রেনের কার্গো বিমান

একটি বিবৃতি জারি করে বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো জানিয়েছে, “শারজাহ থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর 6E-1406  বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পাইলট বিমানে যান্ত্রিক সমস্যা লক্ষ্য করেন। ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। করাচি থেকে যাত্রীদের হায়দরাবাদে ফিরিয়ে আনার জন্যে অন্য একটি বিমান সেখানে পাঠানো হচ্ছে।" সরকারি সূত্রে জানা গিয়েছে ইন্ডিগো বিমানটির ডানদিকের দ্বিতীয় ইঞ্জিনে সমস্যা দেখা গিয়েছিল।

সমস্যায় পড়ে জরুরি অবতরণের ঘটনা এটি নতুন নয়। চলতি মাসের ১৪ তারিখেই দিল্লি (Delhi) থেকে ভাদোদরাগামী (Vadodra) ইন্ডিগোর বিমানকে জয়পুরে (Jaipur) অবতরণ করানো হয়েছিল। সেই সময়েও ইঞ্জিনেই সমস্যা দেখা গিয়েছিল। আবার জুলাইয়ের শুরুতে দিল্লি থেকে দুবাই (Dubai) যাওয়ার পথে ককপিটে সমস্যা দেখা দেয় স্পাইসজেটের (Spicejet) একটি বিমানে। তারপর সেই বিমানকেও তৎক্ষণাৎ অবতরণ করানো হয়েছিল করাচি বিমানবন্দরে। 

আরও পড়ুন: করাচিতে জরুরি অবতরণ, কী হল দুবাইগামী স্পাইসজেটের বিমানে?

একের পর এক দুর্ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে প্রায়ই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, যার জন্য এবারে যাত্রী সুরক্ষা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীরা নিরাপদ থাকলেও এই ঘটনায় বেশ উদ্বেগ ছড়িয়েছে।

Tags:

Indigo

Plane Landed in Karachi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর