Republic Day of India: ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি...
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো এবং প্রধানমন্ত্রী মোদি। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় (Indonesia President) সদ্য ক্ষমতায় বসা রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোকে ২০২৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবস (Indias Republic Day) উদযাপনের জন্য সম্ভাব্য প্রধান অতিথি হিসাবে বিবেচনা করা হচ্ছে৷ এই জল্পনাটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার ব্যস্ততা থেকে উদ্ভূত হয়েছে। বিশেষ করে সুবিয়ান্তোর সাম্প্রতিক নির্বাচনী বিজয় এবং পরবর্তী ২০ অক্টোবর, ২০২৪-এ শপথ নেওয়ার পর থেকেই এই সম্ভাবনা শুরু হয়েছে৷ যদিও বিষয়টি নিয়ে স্পষ্টভাবে ভারত সরকার এখনও কিছু মন্তব্য করেনি।
সুবিয়ান্তো (Indonesia President) শপথ নেওয়ার পর উল্লেখযোগ্যভাবে কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে উভয় দেশ। ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা সহ ভারতীয় কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং নতুন ঐ রাষ্ট্রপতিকে ভারতে প্রথম সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে ব্রাজিলে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট সুবিয়ান্তো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ শতাব্দীর উষ্ণতম অক্টোবর ছিল এবছর, নভেম্বরেও পড়বে না শীত! বলছে মৌসম ভবন
সুবিয়ন্তোকে (Indonesia President) প্রধান অতিথি হিসেবে (Indias Republic Day) আমন্ত্রণ জানানো হলে ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতার নতুন দিক সূচনা হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ ১৯৫০ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন। তখন থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দেওয়ার কাজ শুরু হয়েছিল। সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার একটি সামরিক দল অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। তাতে প্রায় ২৫০ সেনা এবং ইন্দোনেশিয়ার বিমান বাহিনী অংশগ্রহণ করবে। ফলে সামরিক ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক বাড়ানোর প্রবণতার প্রতিফলিনও দেখার সম্ভাবনা রয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।