img

Follow us on

Monday, Nov 25, 2024

ITBP Recruitment: আইটিবিপি-তে নিয়োগ চলছে! রয়েছে বহু শূন্যপদ, কিভাবে আবেদন করবেন?

আপনি কি আইটিবিপিতে যোগদান করতে চান? নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আজই আবেদন করুন

img

প্রতীকী চিত্র।

  2023-10-03 18:42:24

মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ভারতের নিরাপত্তা বাহিনীতে যোগদান করতে চান? তাহলে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশে (ITBP Recruitment) কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন কী কী যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন। প্রার্থীরা ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবরের মধ্যে যে কোনও দিন সকাল ৭টায় নিয়োগ কেন্দ্রে রিপোর্ট করতে পারেন।

শূন্যপদ কত (ITBP Recruitment)?

আইটিবিপিতে নিয়োগ নিয়ে সংস্থার বিশেষ ওয়েবসাইট রূপে যে নাম উল্লেখ করা হয়েছে তা হল www.itbpolice.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কনস্টেবল পদে এই নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে আবার অনেক বিভাগ রয়েছে যেমন— ফুটবল, বাসকেটবল, বক্সিং, সাঁতার ইত্যাদি। মোট শূন্য পদের সংখ্যা ১২৫। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ হল ৫ অক্টোবর ২০২৩।

যোগ্যতা এবং বয়স

আইটিবিপি কনস্টেবল (ITBP Recruitment) পদের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়, যেকোনও স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ এবং সর্বোচ্চ বয়সের সীমা হতে হবে ৩৭ বছর। এই বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বেতন কত এবং আবেদন ফি কত?

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীদের বেতন হবে লেভেল ৩। টাকার পরিমাণ হল ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। এই পদের জন্য অসংরক্ষিত শ্রেণিভুক্ত আবেদনকারীদের ফি দিতে হবে। অসংরক্ষিত প্রার্থীদের জন্য লাগবে ১০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য লাগবে না কোনও আবেদন মূল্য।

শরীরীক গঠন কেমন  হতে হবে?

আইটিবিপি কনস্টেবল (ITBP Recruitment) পদের সাধারণ অসংরক্ষিত পুরুষদের প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি এবং মহিলাদের জন্য ১৫৭ সেমি। উত্তর-পূর্বদের জন্য পুরুষের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২.৫ সেমি। তফশিলি উপজাতিদের জন্য ১৬২.৫ সেমি এবং মহিলাদের জন্য ১৫০ সেমি। এছাড়াও বুকের ছাতি চওড়া হতে হবে সাধারণ অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৮০ সেমি থেকে ৮৫ সেমি। উত্তরপূর্ব প্রার্থীদের ক্ষেত্রে ৭৭ সেমি থেকে ৮২ সেমি এবং তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ থেকে ৮১ সেমি পর্যন্ত হতে হবে। প্রার্থীদের চশমা বা লেন্স ব্যবহার না করে ন্যূনতম দূরত্ব ৬/৬ হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

আইটিবিপি কনস্টেবল (ITBP Recruitment) পদের জন্য প্রথমে শরীরের গঠন অনুযায়ী বাছাই হবে। এরপর মেডিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকারের পর্ব চলবে। পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ, সময় ওয়েবসাইটে দেখা যাবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

ITBP Recruitment 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর