এতদিন পর্যন্ত স্থল ও আকাশ থেকে পরমাণু অস্ত্রের প্রত্যাঘাতে সফল ছিল ভারত। এবার সমুদ্রতল থেকেও পারমাণবিক অস্ত্র হামলার প্রত্যুত্তর দিতে প্রস্তুত ভারত।
আইএনএস অরিহন্ত।
মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের স্ট্র্যাটেজিক স্ট্রাইক নিউক্লিয়ার সাবমেরিন 'আইএনএস অরিহন্ত' (INS Arihant) থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়, “আইএনএস অরিহন্ত থেকে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। অত্যন্ত সফলভাবে এই পরীক্ষা সফল হয়েছে। প্রয়োজনীয় সমস্ত শর্ত ও মাপকাঠি সবগুলিই পূরণ হয়েছে। পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারতের প্রথম হামলা না করার নীতি মেনেই দেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করা হয়েছে।”
Submarine Launched Ballistic Missile by INS Arihant successful. The missile was today tested to a predetermined range and it impacted the target area in the Bay of Bengal with high accuracy, validating all operational and technological parameters.@rajnathsingh @indiannavy
— A. Bharat Bhushan Babu (@SpokespersonMoD) October 14, 2022
অরিহন্ত হল ভারতের প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন (Nuclear powered submarine)। মূলত নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালাস্টিক মিসাইল সাবমেরিনের (SSBN) তালিকায় এটি অন্যতম। ভারতের নৌসেনার শক্তি হিসাবে এর কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে এই সাবমেরিনের যাত্রা শুরু হয়। ২০১৬ সালে এই সাবমেরিনকে কমিশন করা হয় নৌসেনায় (Indian Navy)। এই শ্রেণির আরও চারটি সাবমেরিন রয়েছে। এরমধ্যে দ্বিতীয়টির অন্তর্ভুক্তি হয়ে গিয়েছে। তৃতীয় ও চতুর্থটির ট্রায়াল-পর্ব চলছে। দেশের মধ্যে প্রথম ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন হিসাবে আই এনএস আরিহন্তই প্রথম পছন্দ। দক্ষিণ এশিয়ার একটি স্ট্র্যাটেজিক অবস্থানে থাকা ভারতের এই সাবমেরিন বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ। এতদিন পর্যন্ত স্থল ও আকাশ থেকে পরমাণু অস্ত্রের প্রত্যাঘাতে সফল ছিল ভারত। এবার সমুদ্রতল থেকেও পারমাণবিক অস্ত্র হামলার প্রত্যুত্তর দিতে প্রস্তুত ভারত।
আরও পড়ুন: জ্ঞানবাপী কাণ্ডে কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করে দিল বারাণসী আদালত
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইএনএস অরিহন্তের হাত ধরে সফল এসএসবিএম ইউজার ট্রেনিং লঞ্চ প্রমাণ করেছে ক্রিউয়ের কার্যক্ষমতা এবং কর্মক্ষমতাগত ও প্রযুক্তিগত বিভিন্ন মানকে ছুঁয়েছে ভারত। যে কোনও পারমানবিক শক্তিধর দেশের কাছে জল, স্থল ও আকাশ তিন সীমা থেকেই পরমাণু হামলা চালানোর ক্ষমতা থাকা দরকার। ভারত এবার সেই মান স্পর্শ করল। তবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়, ভারত অন্য কোনও দেশের উপরই প্রথম পরমাণু হামলা চালাবে না। তবে আত্মরক্ষার জন্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সবরকম প্রস্তুতি নেবে ভারত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।