img

Follow us on

Saturday, Jan 18, 2025

INS Vikrant: আত্মনির্ভরতার দিকে আরও এক পদক্ষেপ ভারতের, আইএনএস বিক্রান্তে নামল লাইট কমব্যাট এয়ারক্রাফট

সোমবার আইএনএস বিক্রান্তে এলসিএ ওঠানামা করার ফলে ‘মেড ইন ইন্ডিয়া’-র সাফল্য আরও বেশি করে স্বীকৃতি পেল।

img

আইএনএস বিক্রান্ত

  2023-02-06 20:06:24

মাধ্যম নিউজ ডেস্ক: আত্মরক্ষার ক্ষেত্রে আরও এক পা এগোল ভারত। প্রথমবারের জন্য দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তে (INS Vikrant) অবতরণ করল ভারতে তৈরি ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট’ বা  এলসিএ। এটি নৌবাহিনী ভার্সনের একটি প্রোটোটাইপ। আজই আইএনএস বিক্রান্ত থেকে উড়েছে এলসিএ। গত সেপ্টেম্বরই দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভু্ক্ত হয়েছে।

আরও পড়ুন: অ্যাপটিটিউড টেস্ট ছাড়া নিয়োগ কীভাবে? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের   

জানা গিয়েছে, সোমবার আইএনএস বিক্রান্তে (INS Vikrant) এলসিএ ওঠানামা করার ফলে ‘মেড ইন ইন্ডিয়া’-র সাফল্য আরও বেশি করে স্বীকৃতি পেল। প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত যে আত্মনির্ভরতার  লক্ষ্য নিয়েছে, তাও নতুন গতি পেল। এক আধিকারিক বলেন, "আজ যে কাজটা করা হল, সেটার মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে বানানো যুদ্ধবিমান নিয়ে দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা এবং চালানো নিয়ে ভারতের ক্ষমতা ফুটে উঠল।"

 

অপর এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, এই মুহূর্তে যখন পুরোপুরিভাবে কাজ শুরু করার জন্য আইএনএস বিক্রান্তে (INS Vikrant) গুরুত্বপূর্ণ ট্রায়াল চলছে, তখনই এলসিএ ওঠানামা করল। পরীক্ষামূলকভাবে ওঠানামা করছে বিমান। যে প্রক্রিয়ায় যুক্ত আছে মিগ-২৯কে যুদ্ধবিমান। যে যুদ্ধবিমান এয়ারক্র্যাফট ক্যারিয়ার থেকে অবতরণের জন্য স্কাই-জাম্প ব্যবহার করে। আইএনএস বিক্রান্তে মোট ১২ টি মিগ-২৯কে যুদ্ধবিমান মোতায়ন করা হতে পারে বলে এক আধিকারিক জানিয়েছেন।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

Tags:

INS Vikrant

Tejas


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর