img

Follow us on

Thursday, Sep 19, 2024

International Yoga Day: "যোগ জীবনে শান্তি আনে" আন্তর্জাতিক যোগ দিবসে অভিমত মোদির

"যোগা সমগ্র মানবজাতির জন্য প্রয়োজনীয়।"  যোগ শক্তি বিশ্ব স্বাস্থ্যকে দিশা দেখাচ্ছে। বর্তমানে যোগব্যায়াম বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতার ভিত্তি হয়ে উঠছে।

img

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির যোগাভ্যাস।

  2022-06-21 14:27:43

মাধ্যম নিউজ ডেস্ক: যোগাসন জীবনের অংশ নয়, উপায় হয়ে উঠেছে। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে (8th International Day of Yoga) কর্নাটকের মাইসুরু প্যালেস (Mysuru Palace) থেকে এই বার্তাই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। প্রতি বছর এই দিনটিকে বিশেষ ভাবে পালন করেন তিনি। মঙ্গলবার কর্নাটকের (Karnataka) মাইসুরু প্যালেসে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত ছিলেন মোদি। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Vasavaraj Bommai), ছিলেন সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)। যোগ দিবসের এই অনুষ্ঠানে ছিলেন প্রায় ১৫ হাজার মানুষ।

এদিন আন্তর্জাতিক যোগ দিবসের (World Yoga Day) শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী তাঁর এই ভাষণে যোগাসনের গুরুত্ব সম্পর্কে বলেন সকলকে অবহিত করেন। জনগেণর উদ্দেশে তিনি বলেন, "যোগাসন আমাদের জীবনে শান্তি আনে। এই শান্তি শুধু ব্যক্তি জীবনে নয়, যোগব্যায়াম আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং মহাবিশ্বে শান্তি আনে।" এরপর মোদি যোগ দেন যোগব্যায়াম কর্মসূচিতে।

এবারের যোগ দিবসের থিম 'যোগা ফর হিউম্যানিটি' (Yoga for humanity)। প্রধানমন্ত্রী বলেন, "যোগা সমগ্র মানবজাতির জন্য প্রয়োজনীয়।"  যোগ শক্তি বিশ্ব স্বাস্থ্যকে দিশা দেখাচ্ছে। বর্তমানে যোগব্যায়াম বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতার ভিত্তি হয়ে উঠছে। তিনি আরও বলেন যোগব্যায়াম মানুষকে সুস্থ জীবনের আস্থা দিচ্ছে। 

আরও পড়ুন: "জ্ঞান, কর্ম এবং ভক্তির একটি নিখুঁত সংমিশ্রণ", যোগ সাধনা প্রসঙ্গে মোদি

প্রধানমন্ত্রী জানান, 'গার্ডিয়ান রিং অফ যোগ'-এর ব্যবহার এখন সারা বিশ্বে করা হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে এবং সূর্যের গতিবিধির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ যোগব্যায়াম করছে। শুধু মাইসুরু প্যালেস নয়, আন্তর্জাতিক যোগ দিবসে দেশের ৭৫টি জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে।

দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। দিল্লির লোটাস টেম্পলে এস জয়শঙ্কর (S Jaishankar), যন্তর মন্তরে নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), নাগপুরে নিতিন গডকড়ি (Nitin Gadkari), জয়সলমেরে গজেন্দ্র শেখাওয়াত। এছাড়াও দিল্লিতে রবিশঙ্কর প্রসাদ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন।

Tags:

PM Narendra Modi

Modi

Mysuru palace

International Yoga Day 2022

Yoga for Humanity

Mysuru in Karnataka

8th International Day of Yoga

Modi Yoga Celebrations


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর