দেশের প্রথম মহিলা হিসেবে সিআইএসএফ-এর সর্বোচ্চ পদের দায়িত্ব গ্রহণ নিনার
দায়িত্ব নিলেন নিনা সিং।
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রথম মহিলা হিসেবে সিআইএসএফ-এর সর্বোচ্চ পদের দায়িত্ব গ্রহণ করলেন নিনা সিং। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের (DG CISF Nina Singh) শীর্ষ পদে এলেন এক মহিলা। দিল্লি মেট্রো-সহ দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ আধা সামরিক বাহিনী প্রধান হয়ে ইতিহাস তৈরি করলেন নিনা। এর আগে রাজস্থান পুলিশের প্রথম মহিলা প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি।
নিনার জন্ম বিহারে। পাটনা উইমেন্স কলেজ থেকে পড়াশোনা করেন। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। রাজস্থান ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার নিনা এর আগে সিআইএসএফ-এর স্পেশাল ডিজি-র পদ সামলেছেন। ২০১৩-২০১৮ সাল পর্যন্ত সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন নিনা। শিনা বোরা 'হত্যাকাণ্ড' এবং জিয়া খানের 'আত্মহত্যা'-র মতো ঘটনার তদন্তের তদারকিও করেছেন তিনি। ২০২০ সালে, পেশাদারি দক্ষতার জন্য তাঁকে 'অতি উৎকৃষ্ট সেবা মেডেল' দেওয়া হয়।
Smt Nina Singh, IPS (RJ: 89) assumed the charge of DG #CISF engraving a historic milestone as the first woman to helm this esteemed position. Her visionary leadership will usher this multi-skilled and multi -dimensional force to greater heights.@PMOIndia@HMOIndia pic.twitter.com/gQVfoYo0So
— CISF (@CISFHQrs) December 29, 2023
সিআইএসএফের অতিরিক্ত ডিজি হিসাবে গত ৩১ অগাস্ট থেকে কাজ করছেন নিনা। এবার তারই শীর্ষ পদে দায়িত্ব সামলাবেন তিনি। বৃহস্পতিবার নিনাকে নিয়োগ করা হয়েছে। শুক্রবার দায়িত্ব গ্রহণ করেন তিনি। অবসরের আগে পর্যন্ত ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত ওই পদ সামলাবেন তিনি। এই সবের মাঝেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এসথার ডুফলোর সঙ্গে দু'টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন নিনা। ২০০৫ সালে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি-র একটি প্রোজেক্টে কাজ করেছিলেন তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।