ট্রেন যাত্রার সময় খাবার অর্ডারের প্রক্রিয়া আরও সহজ করল IRCTC।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: রেলযাত্রীদের জন্য সুখবর। এবারে চলন্ত ট্রেনেই অর্ডার করতে পারবেন বাইরের খাবার, তাও আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। এক্ষেত্রে শুধুমাত্র PNR নম্বরটি লাগবে, আর তাতেই খাবার পৌঁছে যাবে আপনার সিটে। ভারতীয় রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) যাত্রীদের সুবিধার জন্য অনেক রকমের উদ্যোগ নেয়। গত কয়েক মাসে, রেলওয়ে এবং আইআরসিটিসি অনেক নিয়মে পরিবর্তন করেছে। এর কারণে যাত্রীরা ভ্রমণের সময় আরও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আরও একবার যাত্রীদের সুবিধার জন্য নতুন ব্যবস্থা শুরু করেছে আইআরসিটিসি।
আইআরসিটিসি-এর খাবার ডেলিভারি করার প্ল্যাটফর্মটির নাম ‘জুপ’ (Zoop)। জানা গিয়েছে, Jio Haptik Technologies-এর সঙ্গে আইআরসিটিসি পার্টনারশিপ করেছে, যা ট্রেনে যাত্রীদের খাবার ডেলিভার করতে সাহায্য করবে। আর এর জন্য ফোনে কোন অ্যাপও ইনস্টল করতে হবে না। হোয়াটসঅ্যাপ থেকেই ট্রেনের যাত্রীরা অর্ডার করতে পারবেন নিকটবর্তী রেস্তোরাঁর খাবার। শুধু তাই নয়, খাবার অর্ডার করার পর আপনি তা রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবেন। এ ছাড়া কোনো সমস্যা হলে সাপোর্ট টিমের সাহায্য নিতে পারেন। এই মুহূর্তে সারা দেশে ১০০ টিরও বেশি স্টেশনে এই সুবিধা শুরু হয়েছে। এই স্টেশনগুলি হল বিজয়ওয়াড়া, বরোদা, মোরাদাবাদ, ওয়ারাঙ্গল ছাড়াও দীনদয়াল উপাধ্যায়, কানপুর, আগ্রা ক্যান্ট, টুন্ডলা জংশন, বলহারশাহ জংশন ইত্যাদি। যাত্রীদের কাছ থেকে পাওয়া রিভিউয়ের উপর নির্ভর করেই অন্যান্য স্টেশনেও এই সুবিধা চালু করা হবে।
আরও পড়ুন: 'মহাকাল' থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর
কীভাবে খাবার অর্ডার করবেন?
সবার আগে, Zoop এর সাথে মোবাইল নম্বর +৯১৭০৪২০৬২০৭০ এ চ্যাট করতে পারেন। এই চ্যাটবক্সের নাম জিভা (Ziva)। এই নম্বরে আপনার খাবারের অর্ডার দিতে পারেন। আপনাকে চ্যাট ওপেন করে আপনার ১০ ডিজিটের PNR নম্বর টাইপ করতে হবে। এর পরে আপনাকে আসন্ন স্টেশন নির্বাচন করতে হবে। এখানে Zoop চ্যাটবক্সে কিছু রেস্টুরেন্টের নাম পাবেন। যেখান থেকে নিজের খাবার অর্ডার করতে পারবেন। এরপরে পেমেন্ট মোড দেওয়া হবে। খাবারের অর্ডার দেওয়ার এবং লেনদেন সম্পূর্ণ করার পরে, আপনার অর্ডার ট্র্যাক করতে পারেন। পরে ট্রেনটি নির্বাচিত স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে Zoop আপনার খাবার আপনার সিটেই পৌঁছে দেবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।