হামাস জঙ্গিদের হাতে মারার পাশাপাশি পাতে মারতেও উদ্যোগী হয়েছে ইজরায়েল...
ইজরায়েলি দূতাবাসে নিরাপত্তার বেষ্টনী (ছবি-সংগৃহীত)
মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভোরের আলো ভাল করে ফোটার আগেই ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইজরায়েলও। পরে ইজরায়েলের তরফে ঘোষণা করা হয় যুদ্ধ (Israel Palestine War)। দু’পক্ষের যুদ্ধে নিহতের সংখ্যা পেরিয়েছে হাজার দেড়েকের গণ্ডি। আহত হয়েছেন বহু মানুষ। এমতাবস্থায় নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আঁটোসাঁটো করা হল নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর চাবাদ হাউসেও কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সেন্ট্রাল দিল্লির চাঁদনি চক এলাকায় রয়েছে চাবাদ হাউস। এখানেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি সূত্রে খবর, ইজরায়েলি দূতাবাস এবং চাবাদ হাউসে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। জানা গিয়েছে, ইজরায়েল-হামাস যুদ্ধের (Israel Palestine War) পর এ পর্যন্ত মারা গিয়েছেন ৯০০ ইজরায়েলি। জখম হয়েছেন ২ হাজার ৬০০ জনেরও বেশি। হামাসদের প্রধান ডেরা প্যালেস্তাইনের গাজা অঞ্চল। এই অঞ্চলটি শাসন করে হামাসরাই। এই হামাসদের হামলার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল।
ইজরায়েলের তরফে হামলা চালানো হয়েছে গাজায়। গাজার স্বাস্থ্যমন্ত্রী জানান, ইজরায়েলের হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৮৭ জন প্যালেস্তিনীয়া নাগরিকের। জখম হয়েছেন ৩ হাজার ৭২৬ জন। হামাসের হামলার জবাব দিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেছেন, “ওরা যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা।” নেতানিয়াহু বলেন, “আমরা কেবল হামাসদের আঘাত করতে শুরু করেছি। অদূর ভবিষ্যতে আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে এমন আক্রমণ শানাব, যা মনে রাখবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম।”
আরও পড়ুুন: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই! কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি খতম
হামাস জঙ্গিদের হাতে মারার পাশাপাশি পাতে মারতেও উদ্যোগী হয়েছে ইজরায়েল (Israel Palestine War)। হামাস অধ্যুষিত গাজা ভূখণ্ডে খাবার এবং জ্বালানি পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নেতানিয়াহুর দেশ। গাজায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করেছে ইজরায়েল। হামাসের মুখপাত্র আবু উবাইদা ভিডিওবার্তায় বলেন, “আমাদের অবরুদ্ধ করে রাখার খেসারত দিতে প্রস্তুত থাকতে হবে ইজরায়েলকে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।