NIA: মোট ২৫ জন সাক্ষীর বয়ানের ওপর ভিত্তি করে ইয়াসিনের বিরুদ্ধে কেসটি সাজিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সাজাপ্রাপ্ত ইয়াসিন মালিক। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক (Yasin Malik) মামলায় মূল সাক্ষীদের (Witness) পরিচয় গোপন করতে তাঁদের জ্যাক, জন, আলফা নাম দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তদন্তকারী অফিসারদের দাবি, কেসটির গুরুত্ব বুঝে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত থাকতে পারে সেই বিষয়টি মাথায় রেখে সাক্ষীদের নাম বদলানো হয়েছে। সাক্ষীদের পরিচয় সামনে এলে তাঁদের জীবনের ঝুঁকি হতে পারে বলে মনে করছেন আধিকারিকরা।
শুধু জ্যাক, জন, আলফাই নয়। মোট ২৫ জন সাক্ষীর বয়ানের ওপর ভিত্তি করে ইয়াসিনের বিরুদ্ধে কেসটি সাজিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই সবারই পরিচয় গোপন রাখার বিষয়ে অত্যন্ত সচেতন এনআইএ। সুরক্ষার সাথে কোনওভাবেই আপোষ করা হবে না বলে জানিয়েছেন আধিকারিকরা। তাই এই ২৫ জনকেই আলাদা আলাদা ছদ্মনাম দেওয়া হয়েছে। তাঁদের জন্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: ইয়াসিনকে সাজা দেওয়ার সময় মহাত্মা গান্ধীর তুলনা টানেন বিচারক, কেন জানেন?
জঙ্গিদের আর্থিক সাহায্যের মামলায় দোষী সাব্যস্ত হয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। বুধবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় পাটিয়ালার বিশেষ এনআইএ আদালত । ইউএপিএ আইনে ইয়াসিনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ডের দাবি করেছিল এনআইএ। শেষপর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। আদালতে নিজেই জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকার করে নেয় ইয়াসিন মালিক।
এছাড়াও তদন্তকারী দল ৭০ জায়াগায় অভিযান চালিয়ে ৬০০ টি ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: "হত্যার বদলা ফাঁসি", ইয়াসিনের মৃত্যুদণ্ডের দাবিতে সরব প্রয়াত বায়ুসেনা অফিসারের স্ত্রী
সাজার পরে ইয়াসিন মালিককে রাখা হয়েছে তিহারের ৭ নম্বর জেলে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে অন্যান্য কয়েদীদের থেকে আলাদা একটি সেলে রাখা হয়েছে ইয়াসিনকে। সেখানে একাই আছে সে। একই কারণে কোনও কাজও দেওয়া হয়নি তাকে। ইয়াসিনের জেলে বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরাও রয়েছে ইয়াসিনের সেলে।