img

Follow us on

Friday, Dec 20, 2024

Jagannath Temple Ratna Bhandar: চার দ্বারের পর এবার খুলতে চলেছে জগন্নাথ ধামের রত্ন ভান্ডার, প্রকাশ্যে তারিখ

Puri Jagannath Temple: ভোটের সময় দেওয়া রত্ন ভান্ডার খোলার প্রতিশ্রুতি পালন করতে চলেছে বিজেপি...

img

পুরীর জগন্নাথ মন্দির (সংগৃহীত)

  2024-06-19 18:42:30

মাধ্যম নিউজ ডেস্ক: পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) ৮ জুলাই খুলতে চলেছে। একথা জানিয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের (ASI) সার্ভে সুপার ড. ডিবি গড়নায়ক। পুরীর রত্নভান্ডারে প্রায় ১৫০ কেজি সোনার গয়না আছে। ২৫৮ কেজি রুপোর গয়না আছে। রত্নভান্ডার খোলা হলে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

চার দ্বার খোলার পর এবার খুলবে রত্ন ভান্ডার  

সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দ্বার খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এর পর থেকে রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) খোলার কথা সামনে আসতে থাকে। বিজেপির ঘোষণাপত্রে মন্দিরের চারটি দ্বার ও রত্নভান্ডার খোলার প্রতিশ্রুতি ছিল। ১৯৭৮ সাল থেকে রত্ন ভান্ডার খোলা হয়নি। ফলে মন্দিরের সম্পত্তির পরিমাণ সংক্রান্ত কোনও অডিট হয়নি। জানা গেছে রত্ন ভান্ডার খোলার দাবি উঠলেও চাবি হারিয়ে আওয়ার অজুহাতে রত্ন ভান্ডার খোলা এবং অডিটের চেষ্টা বিফল হয়ে যায়।

মন্দির কমিটির বক্তব্য (Jagannath Temple Ratna Bhandar)

জগন্নাথ ধাম মন্দির কমিটির তরফে সুদর্শন পট্টনায়েক বলেন, 'রত্ন ভান্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় কমিটি। ২০১৮ সালে পরীক্ষায় উঠে আসে রত্ন ভান্ডারে বৃষ্টির জল ঢোকা সহ একাধিক সমস্যার কথা। ছয় বছর পেরিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত রত্ন ভান্ডার সারাইয়ে কোনও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ ভারতীয় পুরাতত্ত্ব বিভাকে (ASI) চিঠি দেওয়া সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। লেজার স্ক্যানিংয়ে রত্ন ভান্ডারে ফাটল নজরে এসেছে। মন্দির সুরক্ষার দায়িত্ব সকলের উপর বর্তায়। রত্ন ভান্ডারের মেরামতিতে ছয় বছর দেরি হওয়ার কারণ অনুসন্ধান হওয়া উচিত। আমি এনিয়ে মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে ASI, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।' শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশনের (SJTA)-এর তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।' প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের চাবি হারানোর ঘটনাকে এবার ভোটপ্রচারের হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারের পিছনে লুকিয়ে কোন ইতিহাস?

আরও জানা গেছে পুরী জগন্নাথ মন্দির কমিটির বৈঠকে শেষেই এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। পুরী জগন্নাথ ধামে রথযাত্রার আগেই রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) খোলা হলে এটি বিজেপির নৈতিক জয় হবে। কারণ বিজু জনতা দলের আমলে একবারও রত্ন ভান্ডার খোলা হয়নি।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Bengali news

puri jagannath temple

news in bengali

 bangla news

Jagannath Temple Ratna Bhandar

Rath Yatra 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর