Vice President of India: ‘দেশের বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চল নির্দিষ্ট জনগোষ্ঠীর রাজনৈতিক দুর্গে পরিণত হয়েছে, যেখানে নির্বাচনের আলাদা কোনও অর্থ নেই’’, মত উপরাষ্ট্রপতির
ভারতীয় সভ্যতার মূল্যবোধ ও গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে জনবিন্যাসের পরিবর্তন, মত উপরাষ্ট্রপতির (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘জনবিন্যাসে ভারসাম্যহীনতার বিপদ কোনও অংশে পারমাণবিক বোমার চেয়ে কম নয়’’। মঙ্গলবার এভাবেই উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল উপরাষ্ট্রপতি (Vice President of India) জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। দেশের বেশ কিছু রাজ্যের ক্রমবর্ধমান জনবিন্যাস পরিবর্তনের কারণ উদ্দেশ্যপ্রণোদিত বলেই জানিয়েছেন তিনি এবং এরজন্য নির্দিষ্ট জনগোষ্ঠীকেই দায়ী করেন উপরাষ্ট্রপতি। তিনি অভিযোগ করেন, ‘‘দেশের বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চল নির্দিষ্ট জনগোষ্ঠীর রাজনৈতিক দুর্গে পরিণত হয়েছে, যেখানে নির্বাচনের আলাদা কোনও অর্থ নেই।’’ কিছু রাজনৈতিক দল এই ঘটনার মদত দিয়ে, জাতীয় স্বার্থকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
Some in politics have no difficulty in sacrificing national interest for next day's newspaper headline or getting some minor petty partisan interest served.
— Vice-President of India (@VPIndia) October 15, 2024
We can see them all around, these champions of grammar of anarchy. They do it as a strategy. They orchestrate a narrative.… pic.twitter.com/EozHokC9Hm
মঙ্গলবারই রাজস্থানের জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি (Jagdeep Dhankhar) বলেন, ‘‘এটা অত্যন্ত উদ্বেগজনক যে দেশের বেশ কিছু এলাকায় জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে এবং সেগুলি নির্দিষ্ট জনগোষ্ঠীর দুর্গে পরিণত হয়েছে।’’ এভাবেই গণতন্ত্র তার গুরুত্ব হারিয়েছে বলেও মনে করেন তিনি।
নিজের বক্তব্যে উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar) সাফ জানিয়েছেন, প্রাকৃতিকভাবে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে তিনি কখনও উদ্বিগ্ন নন। কিন্তু বিশেষ কোনও অসৎ উদ্দেশ্য সাধনের জন্য কৌশলের মাধ্যমে জনবিন্যাসের পরিবর্তন ঘটানো হচ্ছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যে।’’ তিনি আরও অভিযোগ করেন যে বিগত কয়েক দশক ধরেই এই ধরনের পরিবর্তনগুলি সামনে এসেছে এবং তা আমাদের ভারতীয় সভ্যতার মূল্যবোধ ও গণতন্ত্রকে চ্যালেঞ্জও জানাচ্ছে। উপরাষ্ট্রপতির (Vice President of India) নিজের ভাষায়, ‘‘যদি এইভাবে জনবিন্যাসের পরিবর্তনের চ্যালেঞ্জকে পদ্ধতিগতভাবে মোকাবিলা না করা যায়, তাহলে তা জাতির অস্তিত্বের পক্ষে হুমকির কারণ হবে।’’ তিনি আরও বলেন, ‘‘জনবিন্যাসের এই পরিবর্তনের কারণেই অনেক দেশ নিজেদের জাতীয় সত্ত্বাকে হারিয়ে ফেলেছে। সেগুলি নাম বলার দরকার নেই।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।