Kashmir Fresh Encounter: শ্রীনগরের হারওয়ান এলাকাতেও সেনা-জঙ্গি সংঘর্ষ
কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকাল থেকেই গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর (Jammu and Kashmir)। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন তিনজন ভারতীয় জওয়ান। জানা গিয়েছে, তাঁদের উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন জঙ্গির সন্ধানে এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) সন্ধান চালাচ্ছেন নিরাপত্তা আধিকারিকরা (Kashmir Fresh Encounter)। রবিবার সকাল থেকেই কিস্তওয়ারের জঙ্গলাকীর্ণ চাস এলাকায় ও শ্রীনগরের হারওয়ান অঞ্চলে অভিযানে নামে সেনা। শুরু হয় গুলির লড়াই।
কিস্তওয়ারের জঙ্গলাকীর্ণ চাস এলাকায় রবিবার সাত সকালে অভিযান শুরু করেন ভারতীয় জওয়ানরা (Jammu and Kashmir)। প্রসঙ্গত, দুদিন আগেই গত ৮ নভেম্বর এই এলাকাতে দু’জন গ্রামসুরক্ষা জওয়ানকে (ভিলেজ ডিফেন্স গার্ড) খুন করা হয়েছিল। ওই খুনে অভিযুক্ত জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে রয়েছে, খবর পেয়েই অভিযানে নামে সেনা। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেখানেই জঙ্গিদের ছোড়া গুলিতে তিন জওয়ান জখম হন।
রবিবার সকালে শ্রীনগরের হারওয়ান এলাকাতেও সংঘর্ষ শুরু হয়। ওই এলাকায় কয়েক জন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে গোপন সূত্রে জানতে পেরেছিল নিরাপত্তা বাহিনী। তারপরেই শুরু করা হয় অভিযান। যদিও সেখানে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি (প্রতিবেদন লেখা পর্যন্ত)।
গতকাল শনিবারই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বারামুলায় এক জঙ্গি নিহত হয়। সন্ধ্যায় বারামুলার (Jammu and Kashmir) সোপোরে এলাকায় হানা দিয়েছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ দল। রাতে জঙ্গিদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে, সেখানেই গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। কাশ্মীর পুলিশ সমাজমাধ্যমে এই অভিযান সম্পর্কে লিখেছে, ‘‘বারামুলার রামপোরা সোপোরে এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে আমাদের কাছে খবর এসেছিল। তার ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায় ওই এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়। তাদের সঙ্গে গুলির লড়াইও হয় কিছু ক্ষণ। এক জঙ্গির মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।