img

Follow us on

Saturday, Nov 02, 2024

Jammu Kashmir: উপত্যকায় দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ! অনন্তনাগে খতম ২ জঙ্গি, শ্রীনগরে চলছে অভিযান

Anantnag: অনন্তনাগে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ, সেনার সঙ্গে গুলি বিনিময়, হত ২

img

জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। ফাইল ছবি

  2024-11-02 16:00:48

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তপ্ত উপত্যকা। দফায় দফায় চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ। শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগে জঙ্গি দমন অভিযান শুরু হয়। সেই অভিযানে মৃত্যু হল দুই জঙ্গির। শ্রীনগরেও চলছে এনকাউন্টার। বান্দিপোরাতেও অভিযান চলে শুক্রবার সন্ধ্যায়। 

তল্লাশি জারি অনন্তনাগে

সেনা সূত্রে খবর, শনিবার সকালে অনন্তনাগের হল্কান গলি এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। ওই অভিযানেই দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে। যে দুই জঙ্গিকে (Jammu Kashmir) নিকেশ করা হয়েছে, তারা এ দেশের নয়। অন্য দেশ, সম্ভবত পাকিস্তান থেকে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়েই এ দিন সকালে অভিযান চালায় যৌথ বাহিনী। ঘণ্টাখানেক ধরে সেই সংঘর্ষ চলে। শেষ আপডেট অনুযায়ী, দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও তল্লাশি জারি রয়েছে। আরও জঙ্গির উপস্থিতি আশঙ্কা করা হচ্ছে। এই জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তা এখনও নিশ্চিত করা যায়নি।

শ্রীনগরে অভিযান

অন্যদিকে, শনিবার শ্রীনগরেও (Jammu Kashmir) এনকাউন্টার শুরু হয়েছে বলে খবর। বড়সড় জঙ্গি দমন অভিযান চলছে দোদা, কিস্তেওয়ার, পুঞ্চ, রাজৌরি সহ জম্মু-কাশ্মীরের ৩০ জায়গায়। সেনা সূত্রে খবর, শনিবার সকালে শ্রীনগরের খানিয়ার এলাকাতেও জঙ্গিদের খোঁজে একটি অভিযান শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে সেখানে। গোটা এলাকা ঘিরে ফেলেছেন তাঁরা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, খানিয়ারে এখনও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে সেনার। বান্দিপোরায়ও জঙ্গি দমন অভিযান চলছে। 

জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক জঙ্গি কার্যকলাপ ঘটেছে উপত্যকায়। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। কখনও হামলা চালিয়েছে নিরস্ত্র সাধারণ মানুষের উপর। শুক্রবারও কাশ্মীরের বদগাঁওয়ে ভিন্‌ রাজ্যের দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। তার পর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, জঙ্গিরা হামলার পর নিকটবর্তী একটি জঙ্গলে আশ্রয় নেয়। পরে সেনার কাছে খবর আসে নগরের খানিয়ারে একদল জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে তল্লাশি অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী। উপত্যকায় যেকোনও মূল্যে শান্তি ফেরাতে সক্রিয় সেনা ও প্রশাসন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Jammu and Kashmir

Kashmir

Jammu

Terrorist

bangla news

Anantanag


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর