img

Follow us on

Saturday, Jan 18, 2025

Jammu Kashmir: দশ বছর পর বিধানসভা নির্বাচন জম্মু-কাশ্মীরে, ভোটগ্রহণ শুরু ২৪ আসনে

Kashmir Assembly Election 2024: জম্মু-কাশ্মীরে গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আর্জি প্রধানমন্ত্রী মোদির

img

জম্মু-কাশ্মীরে চলছে ভোটগ্রহণ। সংগৃহীত চিত্র

  2024-09-18 09:41:06

মাধ্যম নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তায় এক দশক পর বুধবার শুরু হল জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বিধানসভা নির্বাচন৷ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বুধবার প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে। বুধবারের ভোটগ্রহণ পর্বে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স বার্তায় তিনি লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীরের বিধাসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী (Kashmir Assembly Election 2024) এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।’’

নিরাপত্তার চাদরে ঢাকা উপত্যকা (Jammu Kashmir)

নির্বাচনের (Kashmir Assembly Election 2024) কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে। বিগত কয়েক দিন ধরে বার বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে। সেই কথা মাথায় রেখেই নিরাপত্তা সাজিয়েছে প্রশাসন। সশস্ত্র আধা সামরিক বাহিনী থেকে শুরু করে জম্মু-কাশ্মীরের পুলিশ— নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে বহু স্তরে। নির্বাচন শুরু হতেই এক্স বার্তায় কাশ্মীরিদের উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘শুধুমাত্র দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন সরকারই সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) তৈরি করতে পারে৷ সেখানকার নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং উন্নয়ন কাজের গতি বাড়াতে পারে। আজ, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট দিতে যাওয়া ভোটারদের কাছে আমার আবেদন, এমন একটি সরকার গঠনের জন্য বিপুল সংখ্যক ভোট দিন, যা এলাকার যুবকদের শিক্ষা, কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং বিচ্ছিন্নতাবাদের অবসানে প্রতিশ্রুতিবদ্ধ।’’

সুষ্ঠু নির্বাচন লক্ষ্য কমিশনের

নির্বাচন (Kashmir Assembly Election 2024) কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন। উপত্যকায় সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধ পরিকর কমিশনও। একই সঙ্গে ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। সেই মতো একাধিক পদক্ষেপও করেছে কমিশন এবং পুলিশ। যেখানে যেখানে ভোট, সেই সব এলাকায় চলছে রুটমার্চও। বুধবার, জম্মুতে আটটি এবং কাশ্মীরে (Jammu Kashmir) ১৬ আসনে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ২১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

Jammu and Kashmir

Amit Shah

PM Modi

bangla news

Jammu and Kashmir Assembly Election 2024

Kashmir’s Assembly Election 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর