Jammu Kashmir: বয়স্ক থেকে তরুণ, ভোটের লাইনে ভিড়, জম্মু-কাশ্মীরে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নে
জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ শান্তিপূর্ণ। সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভূস্বর্গের (Jammu Kashmir Election 2024) একাধিক জায়গায় সীমান্ত পেরিয়ে ভোট বানচাল করার প্রয়াস করেছিল জঙ্গিরা। কিন্তু ভারতীয় সেনার তৎপরতা ও উপত্যকাবাসীর ইচ্ছার কাছে হার মানল বিচ্ছিন্নতাবাদী শক্তি। কোনও অশান্তির খবর ছাড়াই বুধবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভূস্বর্গের প্রথম দফার বিধানসভা ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বুধবার রাত ৭.৩০ পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৮৫ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিশতওয়ারে (৭৭.২৩ শতাংশ) আর সবচেয়ে কম ভোট পড়েছে সন্ত্রাসদীর্ণ পুলওয়ামায় (৪৩.৮৭ শতাংশ)।
প্রায় এক দশক পর এ বার বিধানসভা ভোট হচ্ছে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir Election 2024)। ৩৭০ অনুচ্ছেদ অর্থাৎ, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ভূস্বর্গের মানুষ। লোকসভায় ভোটদানে বিপুল সাড়ার পর বুধবার বিধানসভাতেও ভোট পড়ল ভালোই। বুধবার ভূস্বর্গের মানুষের ভোটদানের উৎসাহ দেখে জাতীয় নির্বাচন কমিশনের বার্তা, ‘২০২৪ লোকসভা ভোটে যে সাফল্যের ভিত স্থাপন হয়েছিল, তার সঙ্গে সঙ্গতি রেখেই শান্তিপূর্ণ এবং স্বেচ্ছায় শুরু হলো জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটগ্রহণ। সমাজের সব শ্রেণির ভোটাররা এ দিন গণতন্ত্রের ডাকে মন থেকে সাড়া দিয়েছেন।’
জম্মু ও কাশ্মীরের নির্বাচনের (Jammu Kashmir Election 2024) প্রথম দফার ভোটগ্রহণে উৎসাহী হয়ে ভোট দিতে দেখা গিয়েছে বাসিন্দাদের। ভোটদানে বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের উৎসাহী লোকদের লাইনের মধ্যে যাঁরা বিধানসভা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য বেরিয়ে এসেছিলেন - তাঁদের মধ্যে ছিলেন এক ব্যক্তি। উপত্যকার ভোটের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক। প্রথম যখন উপত্যকায় ভোট হয়েছিল, তখন থেকে টানা ভোট দিয়েছেন সেই ব্যক্তি। উপত্যকায় এদিন পর্যন্ত হওয়া সবকটি নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। ওই ব্যক্তির নাম প্রেম নাথ। তাঁর বয়স ৯৯ বছর ৬ মাস। জম্মু বিভাগের ডোডায় ভোট দিতে বেরিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন প্যারিসে জোড়া পদকজয়ী মনু
অন্যদিকে, এদিন দেখা গিয়েছে প্রথমবার ভোট দেওয়া একাধিক ভোটারদেরও। নতুন ভোটারদের মধ্যে ভোট নিয়ে উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে। এদিন সপরিবার ভোট দিতে আসার ছবিও দেখা গিয়েছে। কিশতওয়ারের একটি পরিবারকে দেখা যায় এক নাবালক এবং এক কোলের শিশুকে নিয়ে ভোট দিতে আসতে। রামবান, কিশতওয়ার এবং ডোডা রেঞ্জের ডিআইজি শ্রীধর পাতিলের বক্তব্য, ‘বুধবার পোলিং স্টেশনগুলোর বাইরে লম্বা লাইন দেখা গিয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল। ভোটদানের (Jammu Kashmir Election 2024) হারই বুঝিয়ে দিচ্ছে, জঙ্গিদের ষড়যন্ত্র সফল হয়নি।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।