img

Follow us on

Saturday, Dec 21, 2024

Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

Subsidized Helicopter: জম্মু-মেন্ধর রুটে হেলিকপ্টার পরিষেবায় ছাড়পত্র দিল কেন্দ্র…

img

জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবা। সংগৃহীত চিত্র।

  2024-12-16 14:55:24

মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-মেন্ধর রুটে (Jammu Mendhar Route) কেন্দ্র সরকার ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবা (Subsidized Helicopter) চালু করবে। এয়ার অপারেটরদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা থেকে স্থানীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ-সঙ্কেত দেওয়া হয়েছে।

কেন্দ্র দেবে অনুদান (Jammu Mendhar Route)

স্থানীয়দের দাবি মেনে কেন্দ্রের মোদি সরকার মেন্ধর সেক্টর থেকে পুঞ্জ এবং জম্মুর (Jammu Mendhar Route) মধ্যে সংযোগকারী আকাশ পথে চলবে হেলিকপ্টার (Subsidized Helicopter)। তবে কেন্দ্র সরকার এই পরিবহণ ব্যবস্থায় আর্থিক ভাবে বিশেষ অনুদান দিয়ে ভর্তুকির ব্যবস্থা করবে। ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবাগুলি ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন অংশে চালু রয়েছে, যার মধ্যে রয়েছে কিশতওয়ার-সাউন্ডার-নাভাপাচি-ইশান-কিশতওয়ার, জম্মু-রাজৌরি-পুঞ্চ-জম্মু, জম্মু-ডোদা-কিশতওয়ার-জম্মু, বান্দিপোরা-কানজালওয়ান-দাওয়ার-নিরি-বাঁদি এবং কুপওয়ারা-মাচিল-তাংধর-কেরান-কুপওয়ারা।

আরও পড়ুনঃ “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে

জম্মু ও কাশ্মীর অসামরিক বিমান চলাচল বিভাগের সচিব আইজাজ আসাদ বলেন, “মেন্ধরের প্রত্যন্ত অঞ্চলের জন্য সাশ্রয়ী মূল্যের উড়ান (Jammu Mendhar Route) এবং জরুরি স্থানান্তরের দিকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই এলাকায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল, এমএইচএ রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার (Subsidized Helicopter) পরিষেবা দিতে হবে। এবার চালু হওয়ায় শীত এবং বর্ষায় বেশ নির্ভরযোগ্য পরিবহণ হবে।” এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, “সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে এই পরিবহণ ব্যবস্থা। একই সঙ্গে দুর্গম এলাকায় ত্রাণ, সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর গতিবিধি নিয়ন্ত্রণে বিশেষ ভাবে সহযোগী হবে।”

নিরাপত্তা রক্ষায় ভীষণ উপযোগী হবে

মেন্ধর সেক্টর পীর পাঞ্জাল রেঞ্জের পাদদেশে অবস্থিত এবং সাম্প্রতিক কিছু মাস যাবত সন্ত্রাসবাদীদের নাশকতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে একাধিক বার অভিযান চালানোর ঘটনায় যুক্ত হয়েছিলেন। তবে সেনা-জওয়ানদের পরিচালিত বেশ কিছু অপারেশনেও যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে। তাই এই হেলিকপ্টার (Jammu Mendhar Route) পরিষেবা বিশেষ ভাবে কার্যকরী হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

news in bengali

Jammu Mendhar Route

Subsidized Helicopter


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর