img

Follow us on

Wednesday, Nov 20, 2024

JEE Advanced 2025: সুযোগের সংখ্যা ৩ থেকে কমে ২, জয়েন্ট অ্যাডভান্সড এন্ট্রাসের নিয়মে বড় বদল

Examination: জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড পরীক্ষার নিয়মে এবার কী বদল করা হল, জেনে নিন

img

জয়েন্ট পরীক্ষায় বসার নিয়মে বদল আনা হল (সংগৃহীত ছবি)

  2024-11-20 09:44:18

মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (JEE Advanced 2025) পরীক্ষায় বসার নিয়মে বদল আনা হয়েছে। এবছর পর্যন্ত তিনবার পরীক্ষা দেওয়া যেত। এবার এই নিয়মে বদল এল। এবার থেকে পরীক্ষার্থীদের জন্য থাকবে কেবলমাত্র ২টি সুযোগ। আগে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় ২ বার বসার সুযোগ ছিল, গত মে মাসে তা বাড়িয়ে করা হয়েছিল ৩ বার। কিন্তু ফের এই সুযোগ বাড়ানোর সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করা হয়েছে।  জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের সিদ্ধান্তে পড়ুয়াদের কমল সুযোগ।

আর কী বদল এল? (JEE Advanced 2025)

একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন (JEE Advanced 2025) বোর্ড জানিয়েছে, এবার থেকে ৩ বারের বদলে সমস্ত পড়ুয়া মাত্র ২ বারই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবে না। এর আগে পর্যন্ত সময়ে উত্তীর্ণ পড়ুয়ারা বসতে পারতেন পরীক্ষায়। এবার আর সেটা হবে না। কারণ, ৩ বার পরীক্ষা (Examination) দেওয়ার সুযোগ যেহেতু থাকছে না, তাই ২০২৩-এ উত্তীর্ণ প্রার্থীরা ২০২৩ এবং ২০২৪ এই দুই বছরে ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে থাকবেন, ফলে তাদের কাছে আর কোনও অতিরিক্ত সুযোগ বেঁচে নেই। এবার থেকে সমস্ত পড়ুয়ারা মাত্র ২ বারই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন। ফলে পড়ুয়াদের একটা বড় অংশ এতে হতাশ হয়েছেন।

আরও পড়ুন: বন্ধু মাক্রঁ ও স্টারমারের সঙ্গে সাক্ষাত মোদির, জি-২০ বৈঠকের ফাঁকে কী নিয়ে আলোচনা?

যোগ্যতার মানদণ্ড

২০০০ সালের ১ অক্টোবর বা তার পরে জন্মগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য পাঁচ বছরের বয়স শিথিল রয়েছে। ফলে, ১৯৯৫ সালে ১ অক্টোবর বা তার পরে জন্মগ্রহণ করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। JEE অ্যাডভান্সডের (JEE Advanced 2025) জন্য অন্যান্য যোগ্যতার মানদণ্ড একই থাকবে। এছাড়া  যে প্রার্থীরা ২০২৪ সালে যে কোনও IIT- তে একটি প্রস্তুতিমূলক কোর্সে ভর্তি হয়েছিলেন, তাঁরা JEE Advanced 2025-এর জন্য উপস্থিত হওয়ার যোগ্য রয়েছেন। তবে, যে প্রার্থীরা যে কোনও কারণে IIT-এ ভর্তি হওয়ার পরে বাতিল হয়েছিলেন, তাঁরা পরীক্ষায় বসার যোগ্য নন। যোগ্য হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই ২০২৩, ২০২৪ এবং ২০২৫ প্রথমবার দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায় বসতে হবে। আর পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে। ২০২২ বা তার আগে যারা প্রথমবার দ্বাদশ শ্রেণি বা সমতুল্য  পরীক্ষায় অংশ নিয়েছিল তারা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড(JEE Advanced 2025) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য নয়। ২০১৩ সাল থেকে যোগ্যতার মানদণ্ডগুলি অপরিবর্তিত রয়েছে ওয়েবসাইট https://jeeadv.ac.in/ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রার্থী বাছাইয়ে নিয়ম

জানা গিয়েছে, বিভিন্ন বিভাগে প্রার্থীদের (JEE Advanced 2025) বাছাই করার জন্য শতাংশ ঠিক রয়েছে। GEN-EWS প্রার্থীদের ১০ শতাংশ, OBC-NCL প্রার্থীদের ২৭ শতাংশ, SC প্রার্থীদের ১৫ শতাংশ এবং ST প্রার্থীদের জন্য ৭,৫ শতাংশ। বাকি ৪০.৫ শতাংশ সবার জন্য রাখা হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

examination

jee advanced 2025


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর