img

Follow us on

Saturday, Jan 18, 2025

Jharkhand Assembly Elections 2024: কুর্সি যাচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, জিতছে বিজেপি, ইঙ্গিত জনমত সমীক্ষায়

Opinion Poll: ঝাড়খণ্ডে ফিরছে বিজেপি, বুধবার প্রথম দফার নির্বাচনের আগে ইঙ্গিত জনমত সমীক্ষায়...

img

পাঁচ বছর বাদে ঝাড়খণ্ডের কুর্সিতে ফিরছে বিজেপি। প্রতীকী ছবি।

  2024-11-12 10:09:19

মাধ্যম নিউজ ডেস্ক: কুর্সি খোয়াতে হতে পারে ঝাড়খণ্ডের (Jharkhand Assembly Elections 2024) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দু’দফায় হবে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ১৩ নভেম্বর, বুধবার। তার আগে সোমবার জনমত সমীক্ষা (Opinion Poll) প্রকাশ করেছে ম্যাট্রিজ এজেন্সি। তাদের দাবি, ঝাড়খণ্ডভূমে এবার পালাবদল হতে পারে। বিরোধী জোট ‘ইন্ডি’কে হারিয়ে সে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

এগিয়ে বিজেপি (Jharkhand Assembly Elections 2024)

ঝাড়খণ্ড বিধানসভার আসন সংখ্যা ৮১। প্রথম দফায় নির্বাচন হবে ৪৩টি আসনে। সোমবার ছিল প্রথম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। তার আগেই প্রকাশিত হয় জনমত সমীক্ষার ফল। বিধানসভার আসন সংখ্যা ৮১টি হওয়ায় সরকার গড়তে প্রয়োজন ৪২টি আসনের রশি। সমীক্ষা বলছে, বিজেপির নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৫ থেকে ৫০টি আসন। ‘ইন্ডি’ জোট পেতে পারে ১৮টি থেকে ২৫টি আসন। উনিশের বিধানসভা নির্বাচনে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে সরকার গড়েছিল জেএনএম, কংগ্রেস এবং আরজেডির জোট। তার আগের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসন পেয়ে সরকার গড়েছিল বিজেপির নেতৃত্বাধীন জোট।

ভাগ্য পরীক্ষায় কারা

বুধবার যে ৪৩টি আসনে নির্বাচন (Jharkhand Assembly Elections 2024) হবে সেখানে ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। মোট ভোটার ১ কোটি ৩৭ লাখ। প্রথম দফায় মোট ১৫ হাজার ৩৪৪টি বুথে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। গণনা ২৩ নভেম্বর। প্রথম দফায় বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন (সেরাইকেলা), তাঁর পুত্র বাবুলাল (ঘাটশিলা), দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— মধু কোড়ার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া (জগন্নাথপুর) এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা (পোটকা)।

আরও পড়ুন: “উপজাতি মহিলাদের বিয়ে করে জমি হাতাতে পারবে না অনুপ্রবেশকারীরা”, বললেন শাহ

বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা দাসেরও ভাগ্য পরীক্ষা হবে এদিন। এদিনই ভাগ্য পরীক্ষা হবে কংগ্রেস প্রার্থী, এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার (জামশেদপুর পূর্ব) এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওঁরাওয়ের (লোহারডাগা)। প্রথম দফার নির্বাচনে কাদের গলায় উঠবে জয়মাল্য, তা জানতে অপেক্ষা (Opinion Poll) করতে হবে ২৩ তারিখ পর্যন্ত (Jharkhand Assembly Elections 2024)।

 

 দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ। 

 

Tags:

Madhyom

Jharkhand

bangla news

Bengali news

news in bengali

Opinion poll

assembly elections 2024

first phase

Jharkhand assembly elections 2024

opinion poll predicts results


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর