img

Follow us on

Saturday, Jan 18, 2025

Jio Independence Plan: জিও ইন্ডিপেন্ডেন্স ডে প্ল্যান, রিচার্জ করার আগে দেখে নিন অফারগুলি 

সম্প্রতি বার্ষিক প্ল্যানে বড় ছাড়ের ঘোষণা করেছে জিও। প্রিপেড ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানগুলির সুবিধা নিতে পারেন।

img

জিও স্বাধীনতা দিবসের ছাড়

  2022-08-12 13:21:14

মাধ্যম নিউজ ডেস্ক: আজকাল টেলিকম কোম্পানিগুলি প্রতিযোগীতায় টিকে থাকতে মাঝে মাঝেই বিভিন্ন ছাড়ের (Jio Independence Offer) ঘোষণা করে থাকে। টক টাইম থেকে ডেটা প্ল্যান, একের পর এক লোভনীয় ছাড়ের পেছনে ছোটেন মানুষও। অনেকেই বার বার রিচার্জের ঝামেলা এড়াতে চান। তাঁরা একবারে এক বছরের রিচার্জ করে নেন। এক ধাক্কায় অনেকটা টাকা চলে যায় ঠিকই, কিন্তু আখেরে এই প্ল্যানগুলিতে সাশ্রয়ই হয়।  

আরও পড়ুন: বাবার মতো ভুল করতে চান না মুকেশ আম্বানি! দায়িত্ব দিচ্ছেন সন্তানদের হাতে

সম্প্রতি বার্ষিক প্ল্যানে বড় ছাড়ের ঘোষণা করেছে জিও (Jio)। প্রিপেড ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানগুলির সুবিধা নিতে পারেন। জেনে নিন প্ল্যানগুলি কী কী? 

জিও তিনটি বার্ষিক রিচার্জ প্ল্যানে ছাড়ের ঘোষণা করেছে। এর মধ্যে দুটি রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি রয়েছে। আর একটি প্ল্যানে আপনি ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। তিনটি প্ল্যানের দামে খুব বেশি পার্থক্য নেই, তবে সুবিধার ক্ষেত্রে অনেকটা পার্থক্য রয়েছে। 

২৫৪৫ টাকার প্ল্যান   

কোম্পানির সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান হল ২৫৪৫ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। রিচার্জে, ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ প্ল্যানে মোট ৫০৮ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া, আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। 

আরও পড়ুন: আকাশের পর ইশা! রিলায়েন্স রিটেইলের দায়িত্ব পেতে চলেছেন মুকেশ-কন্যা? 

২৮৭৯ টাকার প্ল্যান  

এই প্ল্যান ব্যবহারকারীরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। জিওর এই রিচার্জ ২ জিবি দৈনিক ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, আপনি মোট সঙ্গে ৭৩০ জিবি ডেটা পাবেন। এছাড়াও, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএস- এর সুবিধা রয়েছে। জিও রিচার্জের সঙ্গে আপনি জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিওরিটি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।     

২৯৯৯ টাকার প্ল্যান  

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। অর্থাৎ পুরো প্ল্যানে আপনি ৯১২.৮ জিবি ডেটা পাবেন। গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এর সঙ্গে, প্রতিদিন ১০০ এসএমএস- এর সুবিধাও রয়েছে। এই প্ল্যানের সঙ্গে আপনি ডিজনি+ হটস্টারের এক বছরের মোবাইল সাবস্ক্রিপশনও পাবেন। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কোম্পানি এই অফার দিচ্ছে।  ৭৫ জিবি অতিরিক্ত ডেটা ভাউচারসহ আজিও,নেটমেডস এবং ইক্সিগোর কুপনও পাওয়া যাবে এই অফারে। এই কুপনগুলি গ্রাহকদের মাই জিও অ্যাপে জমা হবে। সেখান থেকে আপনি রিডিম করতে পারবেন।       

 

 

Tags:

Jio

Jio Independence Offer

Telecom Companies

Recharge Offer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর