img

Follow us on

Friday, Nov 22, 2024

Reliance AGM 2022: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম করে কেন্দ্র। আর তাতেই এয়ারওয়েভের স্বত্ব কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

img

মুকেশ আম্বানি।

  2022-08-29 18:23:52

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি থেকেই প্রাথমিক ভাবে ৫জি (5G) পরিষেবা চালু করার কথা জানিয়ে দিলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এমডি ও চেয়ারম্যান মুকেশ অম্বানি (Mukesh Ambani)। অর্থাৎ কালীপুজোর সময়েই ৫জি পেয়ে যাবে শহরবাসী। মুকেশের কথায়, আগামী দু’মাসের মধ্যে, প্রাথমিক ভাবে দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা। প্রাথমিক ভাবে শুরু হওয়ার পর দেশের সমস্ত শহর এবং গ্রামাঞ্চলে তা চালু হতে বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছেন রিলায়েন্স কর্ণধার। তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত শহর, শহরতলি এবং গ্রামে পৌঁছে যাবে জিও-র ৫জি পরিষেবা।

সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৫ তম বার্ষিক সাধারণ বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই জিও-র 5G পরিষেবা নিয়ে ঘোষণা করেন মুকেশ আম্বানি। তিনি বলেন, "বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক হবে জিও 5G। 5G-র সর্বাধুনিক সংস্করণ নিয়ে আসবে জিও। যার নাম স্ট্যান্ড-অ্যালোন 5G। আমাদের 4G নেটওয়ার্কের উপর এর কোনও নির্ভরতা থাকবে না।" এরপর মুকেশের ছেলে তথা জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন,"দেশে ৫জি পরিষেবা চালু করতে জিও ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।"

আরও পড়ুন: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন...

এদিন মুকেশ অম্বানি বলেছেন, "জিও 5G পরিষেবা সাশ্রয়ী মূল্য়ে ও সর্বোচ্চ মানে দেশের প্রত্যেকটি জায়গা,প্রত্যেক জনগণ ও সবকিছুকে সংযুক্ত করবে। আমরা ভারতের অর্থনীতিকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও এগিয়ে রাখব। ভারতকে ডেটা-চালিত অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।"

সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম করে কেন্দ্র। আর তাতেই এয়ারওয়েভের স্বত্ব কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়। প্রাথমিকভাবে মোট ১৩টি শহরে এই পরিষেবা চালু করবে জিও। সেই তালিকায় রয়েছে- দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গান্ধীনগর, গুরুগ্রাম, মুম্বই, পুনে, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ। আগামী অক্টোবরেই দেশে ৫জি রোলআউট হবে বলে জানা গিয়েছে। ধাপে ধাপে দেশের প্রতিটি কোণায় পরিষেবা পৌঁছে দেওয়ার নীলনকশা তৈরি করে ফেলেছে সংস্থা,দাবি জিও কর্ণধারের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Mukesh Ambani

5G

Jio

5G Connectivity

5G Network

Jio 5G

reliance jio 5g launch date


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর