img

Follow us on

Saturday, Jan 18, 2025

Jorhat-Kolkata Indigo Flight: দুর্ঘটনার কবলে কলকাতাগামী ইন্ডিগো বিমান! রানওয়ে থেকে পিছলে গেল চাকা

সকল যাত্রীরা নিরাপদে, জানিয়েছে বিমান সংস্থা...

img

জোড়হাট-কলকাতা বিমান

  2022-07-29 13:40:32

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিপত্তির মুখে ইন্ডিগো (Indigo) সংস্থার বিমান। বৃহস্পতিবার, বিমানবন্দর থেকে বিমান ওড়ার আগেই এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে অসমের (Assam) জোরহাট (Jorhat) থেকে কলকাতায় (Kolkata) আসার পথে বিমানটি ওড়ার আগেই রানওয়ে থেকে ছিটকে গিয়ে কাদায় আটকে যায়। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন বলে জানানো হয়। তবে, এদিন বিমানযাত্রীরা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে।

ইন্ডিগো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার, দুপুর ২টো বেজে ২০ মিনিটে জোরহাট থেকে কলকাতাগামী ৬ই-৭৫৭ বিমানটি টেকঅফের সময় রানওয়ে ধরে এগোনোর সময়ে আচমকাই চাকা পিছলে যায় ও পাশের জমির কাদায় আটকে যায়। বৃষ্টির ফলে মাটি নরম থাকায় বিমানের সামনের চাকা আটকে যায়। বিমানটিতে মোট ৯৮ জন যাত্রী ছিলেন। এরপরেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তাদের বিমান থেকে নিরাপদে বের করে আনা হয়।

">

আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

এরপর বিমানটিকে ফিরিয়ে আনা হয়। যদিও বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি বলে খবর। তা সত্ত্বেও কর্তৃপক্ষের থেকে বিমানটি খতিয়ে দেখা হচ্ছে। তবে কলকাতাগামী এই বিমানটিকে বাতিল করা হয়েছে বলেই খবর। কিন্তু কেন এইরকম ঘটনা ঘটল, কীভাবে রানওয়ে ছেড়ে বিমানটি কাদায় আটকে গেল তা খতিয়ে দেখবে বিশেষ টিম। এমনটাই জানা গিয়েছে বিমান সংস্থা সূত্রে।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে। কিছুদিন আগেই শারজা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো সংস্থার একটি বিমানের জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন পাইলট। যাত্রাপথে বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আর সেই সময় বিমানের পাইলট পাকিস্তানের করাচিতে (Karachi) অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবারও গতকাল দুর্ঘটনার মুখোমুখি হতে হল ইন্ডিগো সংস্থার বিমান।

আরও পড়ুন: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

 

Tags:

Indigo

Jorhat-Kolkata Indigo Flight


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর