img

Follow us on

Sunday, Jan 19, 2025

Joshimath: বছরে আড়াই ইঞ্চি! গত তিন বছর ধরে এভাবেই ডুবছিল জোশীমঠ! সমীক্ষায় প্রকাশ

তিন বছর আগেই এক সমীক্ষায় ধরা পড়েছিল জোশীমঠের ফাটল

img

ফাটল জোশীমঠে

  2023-01-11 12:54:27

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় এক শতাব্দী আগে ভূমিধসের উপরেই তৈরি হয়েছিল জোশীমঠ শহর (Joshimath)। বিভিন্ন রিপোর্টে সে কথা এর আগেও প্রকাশিত হয়েছে। 

প্রতিবছর ২.৫ ইঞ্চি হারে জোশীমঠ (Joshimath) ডুবছিল

তিন বছর আগেই এক সমীক্ষায় ধরা পড়েছিল জোশীমঠের (Joshimath) ফাটল। ওই সমীক্ষা অনুযায়ী দেখা গেছে গাড়োয়াল হিমালয়ের জোশীমঠ (Joshimath) এবং আশপাশের এলাকা ধীরে ধীরে মাটির তলায় তলিয়ে যাচ্ছে। প্রতিবছরে ২.৫ ইঞ্চি মানে ৬.৫ সেন্টিমিটার হারে এই তীর্থস্থানের শহর তলিয়ে যাচ্ছিল। এ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এর রিপোর্ট মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত উপগ্রহের চিত্র বিশ্লেষণ করার পরে সংস্থা জানায় এই সময়ের মধ্যে জোশীমঠ (Joshimath) এবং আশপাশের পার্বত্য এলাকায় অনেক ফাটল দেখা গিয়েছিল।

জোশীমঠ (Joshimath) এখন ডুবতে থাকা অঞ্চল

বর্তমানে জোশীমঠকে (Joshimath) ডুবতে থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সেখানকার অধিকাংশ বাড়িতে ফাটল দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে রীতিমত। সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে বিপজ্জনক এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে ফেলেছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে সেখানে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং যে সমস্ত পরিবার গৃহহারা হয়েছেন তাদের জন্য ২২৯ টি ঘর বরাদ্দ করা হয়েছে, যেখানে ১২৭১ জন বর্তমানে রয়েছেন বলে জানা গেছে। চামোলির জেলা শাসক জানান যে সমগ্র জোশীমঠ (Joshimath) শহরকে এই মুহূর্তে তিনটি জোনে ভাগ করা হয়েছে, ডেন্জার জোন, বাফারজোন এবং সেফ জোন। বিভিন্ন সূত্রমারফত প্রাপ্ত খবর যে শহর ছাড়তে বাধ্য হয়েছে ১১০ টি পরিবার। জোশীমঠের (Joshimath) ৬৭৮ টি বাড়ি ছাড়াও একাধিক হোটেল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বড় বড় ফাটল ধরা পড়েছে। বিপজ্জনক নির্মাণগুলি ভাঙার কাজ প্রশাসনের তরফ থেকে শুরু করার কথা ছিল কিন্তু মঙ্গলবার কিছু এলাকায় স্থানীয় মানুষদের বিক্ষোভে তা সম্ভব হয়ে ওঠেনি বলেই জানা গেছে। জোশীমঠ (Joshimath) শহর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে কারন এর ঠিক ১০০ কিলোমিটারের মধ্যেই পড়ে ভারত-চিন সীমান্ত। চিন সীমান্তগামী সড়কেও ফাটল দেখা দিয়েছে । অন্যদিকে জোশীমঠ (Joshimath) সংলগ্ন কর্ণপ্রয়াগে ৫০টি বাড়িতে ফাটলের ঘটনা সামনে এসেছে, এই ঘটনায় রীতিমতো উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কর্ণপ্রয়াগের বহুগুণা নগরের এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় পৌরসভা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছে।

Joshimath: প্রতিবছর ২.৫ ইঞ্চি হারে ডুবছিল জোশীমঠ, সমীক্ষায় প্রকাশ

Tags:

Joshimath


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর