img

Follow us on

Monday, Nov 25, 2024

Mahua Moitra Kali Row: কালী বিতর্কে তৃণমূলের মহুয়া মৈত্রকে দল থেকে বহিষ্কারের পক্ষেই সওয়াল সিংহভাগ ভারতীয়ের

মহুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল অনেকের...

img

মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ দেশ জুড়ে। ফাইল ছবি

  2022-07-10 08:09:38

মাধ্যম নিউজ ডেস্ক: কালী বিতর্কে (Kaali Row) তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra) দল থেকে বহিষ্কারের পক্ষেই সওয়াল করলেন সিংহভাগ ভারতীয় (Indians)। সাম্প্রতিক এই সমীক্ষায়ই উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি হিন্দুদের দেবী কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মহুয়া। সেই কারণেই উঠেছে তাঁর বহিষ্কারের দাবি।

পরিচালক লীনা মণিমেকলাই একটি ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর বিতর্ক শুরু হয়। পোস্টারে দেবী কালীর সাজে একজন মহিলাকে দেখানো হয়েছে। ছবিতে তাঁকে সিগারেট খেতে দেখা যাচ্ছে। তাঁর হাতে রয়েছে ত্রিশূল। সেইসঙ্গে দেবীর হাতে রয়েছে এলজিবিটি সম্প্রদায়ের পতাকা। এই পোস্টার মুক্তি পেতেই ভারত তথা বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ। অভিযোগ ওঠে ছবি নির্মাতারা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন।

আরও পড়ুন : মহুয়ার 'কালী' মন্তব্যের জের, এফআইআর দায়ের, পথে বিজেপি, সমালোচনার ঝড়

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, মা কালী আমার কাছে একজন মাংসভোজী, মদ্যপায়ী দেবী। মহুয়া বলেছিলেন, "আপনি যখন সিকিম যাবেন, আপনি দেখতে পাবেন যে তাঁরা দেবী কালীকে হুইস্কি দেয়। কিন্তু আপনি যদি উত্তরপ্রদেশে যান এবং আপনি যদি তাঁদের বলেন যে আপনি দেবীকে প্রসাদ হিসেবে হুইস্কি নিবেদন করেন, তাহলে তাঁরা আপনাকে অধার্মিক বলবে।" তাঁর প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা হয় দেশজুড়ে। তোপ দাগেন বিরোধীরা। বিপদ আঁচ করে সাংসদের পাশ থেকে সরে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আরও পড়ুন : 'স্মোকিং কালী' বিতর্ক, হাত ছাড়ল দল, তৃণমূলকে আনফলো মহুয়ার

এই ঘটনায় দেশবাসীর প্রতিক্রিয়া জানতে সমীক্ষা করে সিভোটার-ইন্ডিয়া ট্র্যাকার নামে একটি সংস্থা। সেখানেই দেখা যায়, দেশবাসীর সিংহভাগ অংশই মহুয়াকে দল থেকে বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন। যাঁদের ওপর সমীক্ষা করা হয়েছিল, তাঁদের মধ্যে শতকরা ৬৬ শতাংশ মানুষ জানিয়েছেন মহুয়াকে দল থেকে বহিষ্কার করা উচিত। ৩৪ শতাংশ মানুষ এ ব্যাপারে তাঁদের সঙ্গে সহমত পোষণ করেননি। শহর এবং গ্রামের একটা বড় অংশের ভোটারও তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

 

 

Tags:

tmc

national news

Mahua Moitra

Kaali row


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর