এবার ড্যামেজ কন্ট্রোলে নামল ভারতে অবস্থিত ইজরায়েল হাই কমিশন
কাশ্মীরি পণ্ডিত
মাধ্যম নিউজ ডেস্ক: 'দ্য কাশ্মীরি ফাইলস'- এর সমালোচনা করে বিতর্কে ইজরায়েলি ছবি নির্মাতা নাদাফ লাপিড। ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির ভূমিকায় ছিলেন লাপিড। সেই মঞ্চে দাঁড়িয়েই বিবেক অগ্নিহোত্রীর ছবির কড়া সমালোচনা করে ছবিটিকে, 'প্রোপাগন্ডা' এবং 'ভালগার' আখ্যা দেন। তাঁর মতে, এই ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর উপযুক্ত নয়। আর তাতেই ফুঁসে ওঠেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits)।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হলেন আইপিএস লক্ষ্মী সিং
জম্মুর কাশ্মীরি পণ্ডিতরা বলেন, কাশ্মীর ফাইলসে যা দেখানো হয়েছে, তা মাত্র ৫ শতাংশ। কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) সঙ্গে উপত্যকায় কী হয়, তার ৯৫ শতাংশ সিনেমায় দেখানো হয়নি। নাদাভ লাপিড যে মন্তব্য করেছেন, তা কাশ্মীরি পণ্ডিতদের ক্ষতে নুন ছেটানোর সমান বলেও মন্তব্য করেন যোগেশ পণ্ডিত নামে জম্মুর এক বাসিন্দা। চলচ্চিত্র নির্মাতাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন কাশ্মীরি পণ্ডিতরা। শুধু তাই নয়, ইজরায়েলি পরিচালকের বিরুদ্ধে পুলিশে মামলা পর্যন্ত রুজু হয়েছে।
Kashmiri Pandits in Jammu condemn IFFI Jury Head Nadav Lapid's remark on #KashmirFiles
— ANI (@ANI) November 30, 2022
Yogesh Pandita says, "Kashmir Files was 5%, they didn't see 95% of what happened. We welcome Israel Amb's statement condemning it"
Ranjan says, "Condemnable. He rubbed salt into our wounds." pic.twitter.com/WzgKDSAHWr
এবার ড্যামেজ কন্ট্রোলে নামল ভারতে অবস্থিত ইজরায়েল হাই কমিশন (Kashmiri Pandits)। ভারতবাসীর কাছে ক্ষমা চান ভারতে ইজরায়েলি রাষ্ট্রদূত নায়োর গিলন, ভর্ৎসনা করেন নাদাভকে। নিজের মন্তব্যের সাফাই দিয়ে লাদাফ বলেন, "ওই ধরনের মন্তব্য করা আমার জন্য সহজ ছিল না। আমি অতিথি ছিলাম। এখানে আমি জুরি প্রধান। আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করা হয়েছে। … আমার মধ্যে একটি শঙ্কা এবং অস্বস্তি কাজ করছিল। এরপর বিষয়টি কোন দিকে এগোবে তা বুঝতে পারিনি। ফলে কিছুটা শঙ্কা নিয়েই আমি মন্তব্য করেছিলাম।"
পরিচালক আরও বলেন, "আজকাল বিভিন্ন দেশে মানুষজন বাক স্বাধীনতা হারাচ্ছে (Kashmiri Pandits)। মন খুলে মনের কথা বলতে ভয় পাচ্ছে। তাই কাউকে না কাউকে তো উদ্যোগী হতেই হবে। আমি যখন এই ছবিটা দেখি তখন আমি এই প্রেক্ষাপটের সঙ্গে ইজরায়েলের তুলনা টানতে বাধ্য হই। আমার অন্তরআত্মা আমাকে বলে ওই কথাগুলো বলা উচিৎ।"
মঞ্চে ইজরায়েলি পরিচালক বলেন, "আমরা প্রত্যেকে খুব অস্বস্তিবোধ করেছি, হতবাক হয়েছি কাশ্মীর ফাইলস (Kashmiri Pandits) দেখে। সকলের কাছেই এটা একটা অশ্লীল প্রোপাগান্ডা ছবি বলে বিবেচ্য হয়েছে…. . আমি প্রকাশ্যেই নিজের অনুভূতি ভাগ করে নিতে স্বচ্ছন্দ, আর আমার মনে হয় এই সমালোচনামূলক আলোচনাকে গ্রহণ করাই এই চলচ্চিত্র উৎসবের আসল স্পিরিট।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: