img

Follow us on

Saturday, Jan 04, 2025

Kedarnath Yatra: ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ কেদারনাথ যাত্রা!

কেদারনাথ যাত্রা বন্ধের কথা ঘোষণা রুদ্রপ্রয়াগের জেলা শাসকের

img

বন্ধ কেদারনাথ যাত্রা (সংগৃহীত ছবি)

  2023-06-25 16:54:19

মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। আনুষ্ঠানিক ভাবে একথা জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলা শাসক ময়ূর দীক্ষিত। সূত্রের খবর, সকাল ৮টা পর্যন্ত ৫,৮২৮ জন তীর্থযাত্রী সোন প্রয়াগে থেকে এদিন কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) শুরু করেছিলেন।


সূত্রের খবর, রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আচমকাই চলে যান বিপর্যয় মোকাবিলা দফতরে। জানা গিয়েছে, বৃষ্টি পরিস্থিতির রিপোর্ট নিতেই এদিন তিনি হানা দেন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরিদ্বারে বৃষ্টিপাতের পরিমাণ ৭৮ মিমি, দেরাদুনে ৩৩ মিমি এবং উত্তরকাশীতে ২৭ মিমি।

কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী?

ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের প্রশাসনকে এদিন সমস্তরকম ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। দুর্গতদের রাত্রিবাসের জন্য প্রতিটি জেলায় ত্রাণ শিবির খোলা হচ্ছে। ধসের কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন অঞ্চলগুলিতে আগে থেকেই রাখা হচ্ছে জেসিবি মেশিন।’’ জানা গিয়েছে এদিন স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদেরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

Tags:

Madhyom

bangla news

Bengali news

kedarnath yatra


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর