img

Follow us on

Thursday, Sep 19, 2024

AAP: টাকার কোড 'ঘি' ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

কে করলেন এমন বিস্ফোরক অভিযোগ

img

অরবিন্দ কেজরিওয়াল

  2023-04-07 19:38:49

মাধ্যম নিউজ ডেস্ক:  আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তিহাড় জেল বন্দি সুকেশ চন্দ্রশেখর ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে।  ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন কেজরিওয়াল, এই দাবি সুকেশ চন্দ্রশেখরের। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার এই প্রসঙ্গে  কথোপকথনের সম্পূর্ণ চ্যাট এখনও তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন সুরেশ চন্দ্রশেখর। তাঁর আরও সংযোজন ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার পরে সেটার প্রাপ্তি চিঠি অবশ্যই সঙ্গে রাখতে বলেছিলেন কেজরিওয়াল । দিল্লির আম আদমি পার্টি (AAP) নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছেন সুকেশ চন্দ্রশেখর। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে এই চ্যাট পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে কিভাবে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিতে অভিযুক্ত। ১৫ কোটি টাকার অঙ্কের ক্ষেত্রে কোড ব্যবহার করতেন কেজরিওয়াল, এমনটাই দাবি সুকেশের। এই কোড ছিল ১৫ কেজি ঘি।

আরও পড়ুন: আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপালের অনুমোদন নিতে হবে! নয়া নির্দেশিকা রাজভবনের

নার্কো টেস্ট করতেও প্রস্তুত কনম্যান সুকেশ

সুকেশ চন্দ্রশেখরের আরও দাবি যে তিনি যে কোন রকমের নার্কোটেস্ট পলিগ্রাফ টেস্টের জন্য রাজি আছেন।  কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসুক সবার সামনে। তিনি বলেন যে আমি প্রমাণ দেব ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কী কী ভাবে দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে তার কাছে মোট ৭০০ পাতার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যাট আছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং ২০২০ সালেই তিনি টিআরএস অফিসে ৭৫ কোটি টাকা পৌঁছে দিয়েছেন। প্রসঙ্গত এর আগেও কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুকেশ। জেলে তাঁর প্রাণ সংশয়ও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুকেশ।

 

আরও পড়ুন: রাজু ঝা–কে খুনের পিছনে রয়েছে বড় মাথা, প্রাণহানির শঙ্কা লতিফেরও! চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং-এর

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

AAP


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর