কেনিয়ার রাষ্ট্রপতি বললেন "ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুমধুর"...
কেনিয়ার রাষ্ট্রপতি উয়িলিয়াম সামোই রুটো। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) উয়িলিয়াম সামোই রুটো। আমন্ত্রণ জানিয়ে ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উভয় দেশের সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একই সঙ্গে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। এই কথা শনিবার জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। সেই সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের বার্তার কথা বলা হয়েছে বিবৃতিতে।
কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) তাঁর কার্যকালের মধ্যে এই প্রথমবার ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগামী ৫ ডিসেম্বর কেনিয়ার রাষ্ট্রপতি রুটোকে ভারতের রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে। ওই দিন একটি বিশেষ ভোজনের আয়োজন করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের নানান বিষয় নিয়ে আলোচনাও হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য শুক্রুবার প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান রুটো। আফ্রিকার ইউনিয়ানকে জি ২০ দেশ ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ‘অসাধারণ’ এই কথাও বলেন।
কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) নতুন দিল্লিতে একটি বাণিজ্য সম্মলেনে যোগদান করবেন। মোটামুটি ছয় বছর পর কেনিয়ার কোনও রাষ্ট্রপতি ভারতে আসছেন বলে একটি বিবৃতিতে বলা বলা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্ত এবং মজবুত করা হবে। রাষ্ট্রপতি রুটো বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুমধুর। আমি নিজে যোগদান করতে ভীষণ ভাবে উন্মুখ হয়ে রয়েছি।“
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) বলেন, “একটি নিবিড় ভালো সম্পর্কের দিয়ে যেতে ভারত সফরে যাচ্ছি। জি ২০ তে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে আফ্রিকা স্থায়ী সদস্যপদ লাভ করেছে। এই জন্য নরেন্দ্র মোদিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সম্পর্কের আরও মাত্রা দিতে চাই।” উল্লেখ্য, গত জুন মাসেই আফ্রিকা মহাদেশের ৫৫ টি দেশ এই জি ২০ গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই বিষয়ে মোদি প্রস্তাব দিয়েছিলেন। এরপর ১৮ তম এই সম্মেলনে আফ্রিকা দেশের প্রতিনিধিত্বকারী চেয়ার পারসেন আজালি আসুমানিকে টেবিলে আমন্ত্রণ করা হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।