ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন আদালতে এই মন্তব্যের বিরুদ্ধে একাধিক পিটিশন জমা পড়েছে।
সাজি চেরিয়ান।
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্য (anti-Constitution remark)করায় পদত্যাগ করতে বাধ্য হলেন কেরলের (Kerala)সংস্কৃতি ও মৎস্য প্রতিমন্ত্রী সাজি চেরিয়ান (Saji Cheriyan)। সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস ও বিজেপি সাজি চেরিয়ানের ইস্তফার দাবিতে পথে নেমেছিল ৷ শেষপর্যন্ত সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে বুধবার ইস্তফা দিতে বাধ্য হন সাজি চেরিয়ান৷
আরও পড়ুন: রাজ্যসভায় মনোনীত পিটি ঊষা- ইলাইয়ারাজা সহ ৪, অভিনন্দন প্রধানমন্ত্রীর
সম্প্রতি দলীয় সভায় সাজি বলেছিলেন, "সকলে বলে,সংবিধান সুন্দর ভাবে লেখা হয়েছে। তবে আমার মতে, এমনভাবে সংবিধান লেখা হয়েছে, যা মানুষকে লুট করতে সাহায্য করে। ব্রিটিশদের নির্দেশানুযায়ী সংবিধান বানানো হয়েছে। সংবিধান শ্রমিকদের শোষণকে প্রশ্রয় দেয়।" এরপরেই কেরলের মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। একাধিক স্তর থেকে সিপিআই(এম)-এর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। যার জেরে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বুধবার জানিয়েছিলেন,বিষয়টি নিয়ে আলোচনা করছে দল।
অন্যদিকে রাজ্য কংগ্রেস সভাপতি কে সুধাকরণ এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন এবং বলেন, একজন মন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য এসেছে, যা দুর্ভাগ্যজনক। সুধাকরণ জানিয়েছেন, "কংগ্রেস আইনগতভাবে এর বিরোধিতা করবে।"
আরও পড়ুন: ভিভোকাণ্ডে ইডি-র আতসকাচের তলায় দুই অ্যাকাউন্ট্যান্ট ও এক কোম্পানি সেক্রেটারি
নিজের মন্তব্য প্রসঙ্গে চেরিয়ান বলেন, "তিনি সংবিধানের অবমাননা করতে চাননি।" তিনি আরও বলেন, তাঁর মন্তব্যকে "ভুল ব্যাখ্যা করা হয়েছে" এবং তিনি এর জন্য ক্ষমাপ্রার্থী। বিরোধীদের বিক্ষোভের জেরে বুধবার কেরালা বিধানসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। সিপিআই-এমের কেরালা ইউনিটের শীর্ষ পদাধিকারীরা এই নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেন। দলীয় সূত্রে খবর, চেরিয়ানের মন্তব্যের বিরোধিতা করে সিপিআই(এম)-এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনার গুরুত্ব বিবেচনার জন্য আইনগত পরামর্শ নিচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন আদালতে এই মন্তব্যের বিরুদ্ধে একাধিক পিটিশন জমা পড়েছে।