img

Follow us on

Monday, Dec 23, 2024

Khalistani Terrorists: যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ৩ খালিস্তানি জঙ্গি

Encounter: উত্তরপ্রদেশের পিলভিটে পুলিশ এনকাউন্টারে নিহত তিন জঙ্গির নাম যথাক্রমে, গুরুবিন্দর সিং (২৫) বীরেন্দর সিং (২৩) এবং প্রতাপ সিং (১৮)

img

পুলিশের এই গাড়ি লক্ষ্য করেই গুলি চালাতে থাকে জঙ্গিরা, পাশে একে রাইফেল (সংগৃহীত ছবি)

  2024-12-23 13:14:59

মাধ্যম নিউজ ডেস্ক: যোগীরাজ্যে এনকাউন্টারে খতম তিন খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorists)। সোমবার উত্তরপ্রদেশ পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অপারেশনে যোগী রাজ্যের পিলভিটে এনকাউন্টারে খতম করা হয় তিন জঙ্গিকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অপারেশনে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে সিরিজের একটি রাইফেল এবং দুটি পিস্তল।

তিন জঙ্গির পরিচয়

ইতিমধ্যে ওই তিন খালিস্থানি জঙ্গিকে (Khalistani Terrorists) শনাক্ত করা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নিহত তিন জঙ্গির নাম যথাক্রমে, গুরুবিন্দর সিং (২৫) বীরেন্দর সিং (২৩) এবং প্রতাপ সিং (১৮)। প্রত্যেকেরই বাড়ি পাঞ্জাবের গুরুদাসপুর বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে দুইজন কনস্টেবলও এতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল পাঞ্জাবের গুরুদাসপুরের পুলিশ পোস্টে হামলা চালানোর।

ঘটনার বর্ণনা পিলভিটের এসপির মুখে

এই বিষয় নিয়ে পিলভিটের এসপি অবিনাশ পাণ্ডে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল, উত্তরপ্রদেশ পুলিশের কাছে জানতে পারে যে কিছু সন্ত্রাসবাদী পাঞ্জাব থেকে এসে পুরানপুর এরিয়াতে লুকিয়ে রয়েছে। এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযোগ ছিল পাঞ্জাবের একটি পুলিশ আউট পোস্টে হামলা চালানোর (Khalistani Terrorists)। পাঞ্জাব পুলিশের কাছ থেকে তথ্য পাওয়া মাত্রই গোটা জেলার বিভিন্ন রাস্তাতে আমরা ব্যারিকেড তৈরি করে ফেলি। এই সময়ে একটি পুলিশ পিকেট টিম খামারিয়া পয়েন্ট থেকে তথ্য পাঠায় যে তিনজন সন্দেহজনক যুবক রয়েছে একটি বাইকে। তখনই পিলভিট এবং পাঞ্জাবের পুলিশ তাদেরকে তাড়া করতে শুরু করে। তিন সন্দেহভাজনই বাইক থেকে গুলি চালাতে থাকে পুলিশকে লক্ষ্য করে। পাল্টা পুলিশও গুলি চালায় তাদের ওপর। গুলি চালানোর (Encounter) ঘটনায় তিনজনই জখম হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

UP Encounter

madhyom news

news in bengali

Khalistani Terrorists

Punjab Cops


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর