img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Kharga Kamikaze: ধরা পড়বে না শত্রু-রেডারে, ভারতীয় সেনার অস্ত্রাগারে যুক্ত হল ‘খড়্গ’ আত্মঘাতী ড্রোন

Indian Army: শত্রুরা সাবধান! ভারতীয় সেনার হাতে এসেছে মারণ হাতিয়ার ‘খড়্গ’...

img

ভারতের হাতে এল নয়া ড্রোন খড়গ কামিকাজ। সংগৃহীত চিত্র

  2024-12-11 13:46:50

মাধ্যম নিউজ ডেস্ক: বিস্ফোরকবোঝাই ‘আত্মঘাতী’ মানববিহীন ড্রোন ‘খড়্গ’ হাতে পেল ভারতীয় সেনা। গত কয়েক বছর ধরে ড্রোন-শক্তি বাড়িয়ে চলেছে ভারত। সেই পথের নবতম সংযোজন হল ‘খড়্গ’। বিস্ফোরকবোঝাই এই ‘কমিকাজে’ (আত্মঘাতী) উড়ুক্কু যানটি তৈরি করেছে সেনাই। রেডারের নজরদারিকে ফাঁকি দিয়ে শত্রু শিবিরে আঘাত হানতে পারবে এই ড্রোন। অত্যন্ত হালকা ওজনের হলেও, এই ড্রোনের মারণ ক্ষমতা ভয়াবহ। মাত্র ৩০ হাজার টাকায় এই ধরনের এক-একটি ড্রোন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সেনা।

কামিকাজে ড্রোন কী?

জাপানি শব্দ ‘কামিকাজে’র অর্থ হল ‘ঐশ্বরিক বাতাস’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আত্মঘাতী জাপানি যুদ্ধবিমানের পাইলটদের বলা হত কামিকাজে। বর্তমানে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম ড্রোনগুলির দুনিয়া জুড়ে এই ধরনের নামকরণ করা হয়েছে। চিন, রাশিয়া, ইজরায়েল থেকে শুরু করে ইরান ও তুরস্কের মতো দেশের হাতে প্রচুর পরিমাণে রয়েছে এই কমিকাজে ড্রোন। ভারতীয় সেনার অস্ত্রাগারে জায়গা পাওয়া খড়্গ আত্মঘাতী ড্রোনটি যে শত্রু শিবিরে রাতের ঘুম উড়িয়ে দিতে পারে, তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের অনুমান, জম্মু ও কাশ্মীরে যেভাবে নতুন করে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। তা সামাল দিতে অত্যন্ত কার্যকর হয়ে উঠতে পারে এই ড্রোন। দুর্ভেদ্য জঙ্গলে জঙ্গিদের খুঁজে বের করা তো বটেই, চুপিসাড়ে তাদের উপর হামলা চালিয়ে নিকেশ করতে পারবে ড্রোনটি।

‘খড়্গ’-এর শক্তি

কম ওজনের উচ্চগতির এই ড্রোনে রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম এবং অত্যন্ত শক্তিশালী ক্যামেরা। রণাঙ্গন থেকে অনেক দূরে বসে এই দুয়ের সাহায্য শত্রুকে চিহ্নিত করে তার উপর নিখুঁত নিশানায় হামলা করতে পারবে সেনা। একে নজরদারি এবং প্রত্যাঘাত— দু’ধরনের কাজেই ব্যবহার করা যাবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেকেন্ডে ৪০ মিটার গতিতে ছুটতে পারে ‘খড়্গ’। ৭০০ গ্রাম বিস্ফোরক নিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। দেড় কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে এক ঝটকায় উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খড়্গের জুড়ি মেলা ভার। ড্রোনটি ওজনে হালকা হাওয়ায় খুব সহজেই এটিকে ওড়াতে পারবেন সৈনিকেরা। ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে শত্রুর উপর হামলা চালাবে এটি। যদি কোনও এলাকায় ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জ্যামিং থাকে তবে তা ভেদ করে উড়ে যেতে সক্ষম এটি।

সম্প্রতি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে দু’দিনের মহড়ায় শক্তি প্রদর্শন করে এই ড্রোন। মহড়াটির নামও রাখা হয়েছিল ‘খড়্গ শক্তি’। মহড়া শেষে ভারতীয় সেনার ‘ড্রোন ফৌজি’-দের সঙ্গে কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্কর। এই সৈনিকমণ্ডলীর নাম দেওয়া হয়েছে ‘খড়্গ কোর’। লেফটেন্যান্ট জেনারেল পুষ্কর তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বহুল পরিমাণে খড়্গের মতো কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Indian Army

bangla news

Drone

kamikaze

drone camera

Kamikaze Drone

Kharga Kamikaze


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর