img

Follow us on

Saturday, Jan 18, 2025

Kozhikode: ভারতের বিদেশমন্ত্রকের অনলাইন কোর্সে অংশ নিয়েছিল তালিবান শাসকরা?

প্রথম দিন যে ২০ জন এই কোর্সে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৮জনই আফগানিস্তানের...

img

প্রতীকী ছবি

  2023-03-30 16:08:29

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সম্পর্কে জানতে হয়ে গেল চারদিনের ইন্ডিয়া ইমার্সন অনলাইন কোর্স। ভারতের বিদেশমন্ত্রকের অধীনে আইআইএম কোঝিকোড (Kozhikode) এই কোর্সের আয়োজন করেছিল। ভারতীয় (Indian) চিন্তাভাবনা, একটি ভারত নিমজ্জন প্রোগ্রাম শীর্ষক এই কোর্সে অংশ নিয়েছিল আফগানিস্তানের তালিবান শাসকরা (Taliban Officials)। আইটিসি বিভিন্ন জ্ঞান অংশীদারদের মাধ্যমে প্রতি মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স করায়। কয়েকটি কোর্স কেবল একটি বিশেষ দেশের জন্য তৈরি করা হয়, বাকি কোর্সগুলি করতে পারে যে কোনও দেশ। সম্প্রতি হয়ে গেল ১৪ মার্চ থেকে ১৭ মার্চ চারদিনের ওই কোর্স।

আইআইএম কোঝিকোড (Kozhikode)...

আইটিইসির ওয়েবসাইটে কোর্স সম্পর্কে বলা হয়েছে, ভারতের স্বতন্ত্রতা এর বৈচিত্রের মধ্যে ঐক্যে রয়েছে। যা এটিকে বহিরাগতদের জন্য জটিল বিষয় করে তুলেছে। এই প্রোগ্রামটি আপাত বিশৃঙ্খলার মধ্যে সুপ্ত আদেশের গভীর বোঝার সুবিধার্থে যা বিদেশি কর্মকর্তাদের (Kozhikode) এবং আধিকারিকদের ভারতের ব্যবসায়িক পরিবেশের আরও গভীর বোঝাপড়া ও প্রশংসা অর্জনে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা ভারতের অর্থনৈতিক পরিবেশ, নিয়ন্ত্রক বাস্তুসংস্থান, নেতৃত্বের অন্তর্দৃষ্টি, সামাজিক ও ঐতিহাসিক পটভূমি, সাংস্কৃতিক ঐতিহ্য, আইনি এবং পরিবেশগত বৈচিত্র, উপভোক্তাদের মনস্তত্ত্ব এবং ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে শিখবেন। ভারতের এই কোর্সে তালিবান শাসকরা অংশ নিয়েছেন শুনে ক্ষোভে ফুঁসছেন এ দেশে বসবাসকারী তালিবান ছাত্রছাত্রীরা। যদিও একটি অনলাইন কোর্সের মাধ্যমে ভারতকে সম্পূর্ণরূপে বোঝা যায় না, তা সত্ত্বেও ক্ষোভ প্রকাশ করেছেন এ দেশে বসবাসকারী আফগান পড়ুয়ারা।

আরও পড়ুুন: অয়নকে টাকা না দেওয়ায় চাকরি গিয়েছে বৈধ চাকরিপ্রার্থীদের?

আইআইএম, কোঝিকোড (Kozhikode) যে শর্টটার্ম অনলাইন কোর্সটি করিয়েছে সেটির নাম ছিল ইমমার্সিং উইথ ইন্ডিয়ান থটস; এন ইন্ডিয়ান ইমার্সন প্রোগ্রাম ফর ক্রশ-সেক্টোরাল ফরেন ডেলিগেটস। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড বিসনেস এনভায়রনমেন্টের কিছু বাছাই করা পড়ুয়ার জন্য এই কোর্সের আয়োজন করা হয়েছিল। কোর্সের আয়োজকদের তরফে জানা গিয়েছে, প্রথম দিন যে ২০ জন এই কোর্সে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৮জনই আফগানিস্তানের। বাকি দুজন মালদ্বীপ ও থাইল্যান্ডের। সাধারণত আইটিইসির কোর্সগুলি যাঁরা করেন তাঁদের ফর্ম ফিল-আপ করতে হয়। ফর্ম জমা দিতে হয় নোডাল গভর্নমেন্ট এজেন্সির কাছে। পরে সেটাই ফরওয়ার্ড হয়ে আসে ভারতীয় দূতাবাস কিংবা হাইকমিশনে।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

India

bangla news

Bengali news

Taliban

Kozhikode

itec

afganstan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর