কুলগামের গুফবাল গ্রামের ছেলে মীর।
উপত্যকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
মাধ্যম নিউজ ডেস্ক: লস্কর কমান্ডার আরবাজ আহমেদ মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মীর বর্তমানে পাকিস্তানে আছে। ২০২২-এর মে মাসে কুলগামে স্কুল শিক্ষিকা রজনী বালাকে হত্যার প্রধান অভিযুক্ত এই মীর। শুক্রবার মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয় সীমান্তের ওপার থেকে ক্রমাগত সন্ত্রাসের পরিকল্পনা করে যাচ্ছে মীর। উপত্যকায় জঙ্গিদের মধ্যে অস্ত্র সরবরাহ করে মীর। বিস্ফোরক মজুত করতেও তার জুড়ি মেলা ভার।
কুলগামের গুফবাল গ্রামের মনোজ আহমেদ মীরের ছেলে আরবাজ। অল্প বয়স থেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আরবাজ ছাড়াও শুক্রবার (৭ জানুয়ারি), বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ বা ইউএপিএ (UAPA)-এর আওতায় ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ বা পিএএফএফকে (PAFF) একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাশ্মীরের এই শাখা সংগঠনটি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এই সংগঠন এবং এর সমস্ত শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার, একই আইনের অধীনে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ (TRF)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন: চিন-পাকিস্তান সীমান্তে সড়ক-সুড়ঙ্গে জোর ভারতের, মজুত রাখা যাবে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও!
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএএফএফ হল মৌলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ-ই-মহম্মদের একটি ছায়া সংগঠন। ভারতীয় নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের অসামরিক নাগরিকদের ক্ষতি করতে পারে এই সংগঠন। ২০১৯ সালে এই সংগঠন উদ্ভূত হয়েছিল। অন্যান্য রাজ্য থেকে আসা জম্মু-কাশ্মীরে কর্মরত অসামরিক নাগরিকদের ক্রমাগত ভয় দেখায় এই সংগঠন। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও জম্মু-কাশ্মীর এবং ভারতের অন্যান্য বড় শহরে নাশকতার হুমকি দিয়েছে তারা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।