আজ সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ, পশ্চিমবঙ্গের ৯ কেন্দ্র সমেত দেশের কোন কোন আসনে হচ্ছে নির্বাচন?
শেষ দফায় বারাণসী সহ ৫৭ কেন্দ্রে ভোট আজ (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ মার্চ দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা বাজিয়েছিল কমিশন। ভোট শুরু হয় ১৯ এপ্রিল। তারপর থেকে ৬ দফায় ভোট সম্পন্ন হয়েছে। আজ শেষ তথা সপ্তম দফার ভোট। এই দিন ভোট হবে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে। রাজ্যগুলির মধ্যে, উত্তরপ্রদেশে ১৩টি আসনে ভোট চলছে। এর পাশাপাশি, পাঞ্জাবে ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি, বিহারে ৮টি, ওড়িশায় ৬টি, হিমাচল প্রদেশে ৮টি, ঝাড়খণ্ডে ৩টি এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোট হচ্ছে আজ। অর্থাৎ মোট ৫৭টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে আজ। নির্বাচনের ফলাফল বের হবে আগামী ৪ জুন। প্রসঙ্গত, বারাণসী লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই কেন্দ্রেও ভোট (Lok Sabha Election 2024) চলছে আজকে। অন্যান্য দফার মতো সপ্তম দফাতেও সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় (Lok Sabha Election 2024) দেশে ভোট পড়েছিল ৬৬.১৪ শতাংশ। দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৬. ৭১ শতাংশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দফায় ভোটদানের হার ছিল যথাক্রমে ৬৫.৬৮ শতাংশ, ৬৯.১৬ শতাংশ, ৬২.২০ শতাংশ ও ৬৩.৩৭ শতাংশ।
বিহার: নালন্দা, পাটনা সাহেব, পাটলিপুত্র, আররাহ, বক্সার, সাসারাম, কারাকাট, জাহানাবাদ
হিমাচল প্রদেশ: কাংড়া, মান্ডি, হামিরপুর, সিমলা
ঝাড়খণ্ড: রাজমহল, দুমকা, গোড্ডা
ওড়িশা: ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর
পাঞ্জাব: গুরুদাসপুর, অমৃতসর, খাদুর সাহেব, জলন্ধর, হোশিয়ারপুর, আনন্দপুর সাহেব, লুধিয়ানা, ফতেহগড় সাহেব, ফরিদকোট, ফিরোজপুর, বাথিন্দা, সাংগুর, পাতিয়ালা
উত্তরপ্রদেশ: মহারাজগঞ্জ, গোরখপুর, কুশি নগর, দেওরিয়া, বাঁশগাঁও, ঘোসি, সালেমপুর, বালিয়া, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, রবার্টসগঞ্জ
পশ্চিমবঙ্গ: দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর
চণ্ডীগড়: চণ্ডীগড় আসনে ভোট
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।